শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:০১ পূর্বাহ্ন

পিতা মাতা সচেতন হলে বাল্যবিবাহ বন্ধ হবে-ইউএনও মোহাম্মদ ইকবাল হোসেন

মোঃ তজুমুদ্দিন (মানিকগঞ্জ সদর) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন নিত্যদিন সভা সেমিনারের মাধ্যমে সকল অনিয়ম ও দুনীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে প্রশাসনের অগ্রযাত্রায় নিজেকে আত্ম নিয়োগ করার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছেন। ১৩ ফেব্রুয়ারী ২০২০ খ্রিঃ মানিকগঞ্জ যোগদান করার পর একজন শিক্ষাবন্ধব নির্বাহী অফিসার হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, আইন শৃংঙ্খলা সভা, এনজিও সমন্বয় সভা, উন্নয়ন মূলক প্রকল্প কাজের উদ্বোধন, অবৈধ ইট ভাটা উচ্ছেদ, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ রোধ ও মাদকের কুফল সম্পর্কে বিভিন্ন ভাবে জনগণকে সচেতন করার বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করছেন। ইউএনও মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বেশির ভাগ পিতা মাতা তাদের আদরের সন্তানকে স্মার্ট মোবাইল ফোন এবং মটর সাইকেল ব্যবহার করতে দেওয়ায়, তাদের আদরের সন্তান ফ্রেসবুক এবং ইন্টার নেটের মাধ্যমে প্রেম গঠিত বিষয়ে জড়িয়ে পড়ছে এবং বাল্যবিবাহ দিন দিন বেড়েই চলছে। ছেলে মেয়ের অপকর্মের কারণে অনেক নির্দোশ পিতা মাতা জেল জরিমানর স্বীকার হচ্ছে। অপর দিকে স্কুল কলেজে পড়–য়া বেকার ছেলেকে মটর সাইকেল কিনে দেওয়ায় ঐ ছেলে মাদকের সাথে জড়িয়ে পড়ছে। ভয়াবহ মাদকের রসদ জোগার করার জন্য চুরি, ডাকাতি, ছিনতাই দিনদিন বেড়েই চলছে। মাদকের মরণ নেশার অভিশাপ এবং বাল্য বিবাহ থেকে রক্ষা পেতে হলে, প্রত্যেক পিতা মাতাকে সচেতন হয়ে নিজের সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। স্কুল পড়–য়া ছেলে মেয়েকে স্মার্ট ফোন এবং মোটর সাইকেল সব সময় ব্যবহার করতে দেওয়া যাবে না। ছেলে মেয়েদের সাথে প্রত্যেক পিতা মাতাকে অভিবাবকের পাশাপাশি বন্ধুত্বের সর্ম্পক গড়ে তুলতে হবে। নিজের সন্তারের সাথে বন্ধুতের সম্পর্ক গড়তে পারলেই মাদক এবং বাল্য বিবাহ থেকে যুব সমাজ রক্ষা পাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com