বুধবার, ০৮ মে ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন

জামালপুরে বিট পুলিশিং সচেতনতায় পথসভা

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে জামালপুরে বিট পুলিশিং সচেতনতায় পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভাটির আয়োজন করে জামালপুর জেলা পুলিশ। পুলিশ সুপার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখওয়াতুল আলম মনি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু, ছানোয়ার হোসেন ছানু, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমসহ প্রমুখ। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শিবলী সাদি ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খানসহ জেলা পুলিশের কর্মকর্তারা পথসভায় অংশগ্রহন করেন। পথসভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন-“ পুলিশ সবসময় জনগনের সেবায় নিয়োজিত রয়েছে। এক সময় পুলিশের কার্যক্রমে সাধারন জনগনকে অনেক হয়রানির মুখোমুখি হতে হতো। বিট পুলিশিং কার্যক্রম এই হয়রানি থেকে মুক্ত করেছে সাধারন জনগনকে। বর্তমানে সাধারন জনগন যে কোনো মুহুর্তে পুলিশের মাধ্যমে সব ধরনের সেবা পাচ্ছে। এই সেবা অব্যাহত থাকবে বলেও আশা করেন বক্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com