শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:১১ অপরাহ্ন

‘২৫৩ পরিবারের পরিচয় পোস্টারিং করা হবে: নুরুলহক নুর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

আমরা তথ্য সংগ্রহ করেছি, ২৫৩টি পরিবার যারা দেশের মানুষের সাথে ছিনিমিনি খেলছে, তাদের পরিচয় পোস্টারিং করে সারা দেশে ছড়িয়ে দেয়া হবে। যাতে জনগণ তাদের গায়ে থু থু ফেলতে পারে। এমনটাই মন্তব্য করেছেন ডাকসু’র সাবেক ভিপি নুরুলহক নুর। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার এক বিক্ষোভ সমাবেশে নুর আরো বলেন, ১০ টাকার চাল এখন ৭০ টাকায় খেতে হচ্ছে। পাঁচ টাকার লবণ এখন ৩২ টাকায় খেতে হচ্ছে। ভাওতাবাজির নামে ৪৯ বছর রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থেকেছে। জনগণের উপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে। তিনি বলেন, মানুষের অধিকার আদায়ে পাকিস্তানি আমলে যেমন রক্ত ঝরাতে হয়েছে, এখনও ঝরাতে হচ্ছে।
নূরের সহযোগী সংগঠন ‘যুব অধিকার পরিষদ’ শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশের আয়োজন করে। এসময় আরও বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান প্রমুখ।।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com