শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::

তিন পেসার ছাড়া আমি খেলব না : ডোমিঙ্গো

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে পেসারের সংখ্যা ৬ জন- রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। এদের সঙ্গে যোগ হলেন টেস্টের প্রাথমিক স্কোয়াডে থাকা খালেদ আহমেদ। সবমিলিয়ে সাত পেসার নিয়ে সোমবারের অনুশীলন পর্ব কাটাল বাংলাদেশ ক্রিকেট দল।

স্কোয়াডে ছয় পেসারের বিপরীতে বিশেষজ্ঞ স্পিনার মাত্র একজন- তাইজুল ইসলাম। এছাড়া স্পিনিং অলরাউন্ডার হিসেবে আছেন সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান ও আফিফ হোসেন ধ্রুব। পেস বোলারদের আধিক্যই দিয়েছে বার্তা, চিরাচরিত স্পিন নির্ভর আক্রমণ থেকে বেরিয়ে এবার হয়তো গতিময় বোলিংয়ের দিকে ঝুঁকছে বাংলাদেশ দল। যা নিশ্চিত করেছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। গতকাল সোমবার দুপুরে ওয়ানডে সিরিজকে সামনে অনলাইন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। যেখানে উঠে এসেছিল দলের পেস-স্পিন বিষয়ক পরিকল্পনার কথাও। তখন ডোমিঙ্গো সাফ জানিয়েছেন, স্পিন নির্ভরতা থেকে বের হতে চান তিনি, একাদশে সবসময় রাখতে চান অন্তত তিন পেসার।
তবে কন্ডিশনও বিবেচনায় আনা হবে জানিয়ে ডোমিঙ্গো বলেন, ‘বোলিং আক্রমণের চেহারা কন্ডিশনের উপর নির্ভর করবে। আমাদের সাকিব আছে, যে ১০ ওভার বল করবে। উপমহাদেশের আরেকজন বিশেষজ্ঞ স্পিনার দলে চাইব। সে কে হবে, এটা আমাদের ঠিক করতে হবে। উপমহাদেশে ২০ ওভার স্পিনারদের দিয়ে করাতে চাইবে সবাই। সঙ্গে এক-দুই জন অনিয়মিত স্পিনার থাকতে পারে।’ পাশাপাশি একাদশে পেসারদের গুরুত্ব বুঝিয়ে তিনি বলেন, ‘দলে যথেষ্ট পেসার থাকাটা নিশ্চিত করতে হবে, যেন উইকেটে কোনো সুবিধা থাকলে সেটা তারা নিতে পারে। বিশেষ করে এই শীতের সময় যখন খেলা শুরু হবে সকাল সাড়ে ১১টায়। কুয়াশা ও শিশিরের জন্য প্রথম ঘণ্টায় একটু মুভমেন্ট থাকতে পারে। দুই দিকই কাভার করাটা আমাদের নিশ্চিত করতে হবে।’
টাইগার হেড কোচ জোর দিয়ে বলেছেন, ওয়ানডে একাদশে সবময়ই তিন পেসার চান তিনি, ‘এই বিষয়ে কোনো সন্দেহ নেই, আমরা ওয়ানডেতে সব সময় তিন পেসার খেলাতে চাই। এই মুহূর্তে দলে রোমাঞ্চকর কিছু তরুণ পেসার আছে। শরিফুল, হাসান মাহমুদ আছে। রুবেল, মুস্তাফিজ খুব ভালো বোলিং করছে। উন্নতির ছাপ আছে তাসকিনের বোলিংয়ে।’ তিনি আরও যোগ করেন, ‘দলে জায়গার জন্য অনেকেই লড়াই করছে। ওদের ওয়ানডে খেলার সুযোগ আমাদের করে দিতে হবে। কেবল স্পিননির্ভর একটা দলে পরিণত হতে পারি না আমরা। ছয় সপ্তাহের মধ্যে আমাদের নিউজিল্যান্ডে যেতে হবে। আমি বলে দিতে পারি, সেখানে আমরা কেবল একজন স্পিনার খেলাব। তাই আমাদের নিশ্চিত করতে হবে, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আমাদের পেসাররা তৈরি। তিন পেসার ছাড়া আমি কোনো ওয়ানডে খেলব না।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com