সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

নওগাঁ পৌরসভা নির্বাচনে মিথ্যাচারের প্রতিবাদে আওয়ামী লীগের প্রার্থীর সংবাদ সম্মেলন

মোশারফ হোসেন জুয়েল নওগাঁ :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

নওগাঁ পৌরসভা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে বিএনপি অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা। বিএনপি প্রার্থী হেরে যাবে, এটা জেনেই মিথ্যাচার করা শুরু করেছে বলে তিনি অভিযোগ করেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। গত রোববার নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, বিএনপির কর্মী-সমর্থকদের ভোটের মাঠ থেকে সরিয়ে দিতে ভীতির পরিবেশ তৈরির চেষ্টা করছে আওয়ামীলীগ। ওই সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত শনিবার রাতে শহরের নওজোয়ান মাঠে প্রচারণা চলানোর সময় বিএনপির ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালায় আওয়ামীলীগ প্রার্থীর কর্মী সমর্থকেরা। এছাড়া প্রচারণা শুরুর পর থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় বিএনপির নির্বাচনী অফিস ও প্রচার মাইক ভাঙচুর করার অভিযোগ করেন বিএনপির ওই নেতা। এছাড়া আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী বিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন ও মিছিল করে প্রচারণা চালাচ্ছে বলে ওই সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা সংবাদ সম্মেলন করল আওয়ামীলীগ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা বলেন, ‘মনোনয়ন পাওয়ার পর থেকে নির্বাচন কমিশনের নির্দেশনার প্রতি শতভাগ আস্থা রেখে নির্বাচনী প্রচারণা করে আসছি। বর্তমান সরকারের অভাবনীয় উন্নয়নে সাড়া দিয়ে ও সাবেক মেয়রের সীমাহীন ব্যর্থতার কারণে পৌরসভার জনসাধরণের নৌকা মার্কার প্রতি ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। এমন গণজোয়ারে ভীত সন্ত্রস্ত্র হয়ে পরাজয়ের আশঙ্কা থেকে বিএনপির প্রার্থী ও তার দোসররা ভোটের পরিবেশ নষ্ট করতে অস্থিরতা তৈরি করছে। বিএনপি নিজেরা নিজেদের সংগঠনের নেতাকর্মীদের সহায়তায় রাতের অন্ধকারে নির্বাচনী অফিস ভাঙচুর করে ও গত শনিবার রাতে নওজোয়ান মাঠে তাদের নিজেদের প্রচারণা অফিসে হামলা চালিয়ে তাঁর দায় চাপাচ্ছে আওয়ামী লীগের ওপরে। এসব ঘটনার সঙ্গে আমি বা আমার নেতা-কর্মী ও সমর্থকদের কোনো সংশ্লিষ্টতা নেই।’ তিনি আরও বলেন, ‘আমার নির্বাচন পরিচালনার অন্যতম নেতা শাহ পরান নয়নকে বিএনপির প্রার্থী ও তাঁর সমর্থকদের ওপর হামলার ঘটনায় জড়িয়ে যে অভিযোগ ও তথ্য প্রতিপক্ষ প্রচার করছে তা সম্পূর্ণ মিথ্যাচার, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এটা আমার নেতা-কর্মী ও সমর্থকদের মনোবল দুর্বল করার হীন অপচেষ্টা মাত্র।’ নির্মল কৃষ্ণ সাহা বলেন, বিএনপির মিথ্যাচার ও কূট কৌশল বন্ধ না হলে পৌরবাসীকে সাথে নিয়ে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তা প্রতিহত করবে। মিথ্যাচার ও ঘৃণ্য অপরাজনীতির বিরুদ্ধে আগামী ভোটের দিন নওগাঁ পৌরসভার সকল শ্রেণি পেশা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিভাস মজুমদার গোপাল, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সহ-সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জালাল হোসেন, জেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা আওয়ামী লীগ নেতা শাহপরান নয়ন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান বাবলু প্রমুখ। আগামী ৩০ জানুয়ারি নওগাঁ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা ছাড়াও বিএনপির মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র নজমুল হক, স্বতন্ত্র প্রার্থী ইকবাল শাহরিয়ার, জাতীয় পাটির ইফতেখারুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী আতিকুল ইসলাম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ২৪০ জন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com