কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা বিআরডিবি অফিসের উদ্যোগে ১৫জন সুবিধা ভোগী কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও চারা বিতরণ করা হয়। গতকাল উপজেলা বিআরডিবি অফিসের উদ্যোগে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচীর উদ্দেশ্যে ১৫জন সুবিধা ভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ করা হয়। জনপ্রতি কৃষককে ১০কাটা জমির বীজের চারা বিনা মূল্যে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, উপজেলা এলজিডি ইঞ্জিনিয়ার আসাদুল্লাহ, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার সম্পাদক হেলাল মজুমদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইয়ারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম, অপ্রধান শস্য বিশেষজ্ঞ এস এম সরোয়ার হোসেন, শস্য উন্নয়ন কর্মকর্তা মীর আসাদ আলী, প্রকল্প কর্মকর্তা জহির উদ্দীন, জুনিয়ার অফিসার (হিঃ) জাহিদুল ইসলাম, মাঠ সংগঠক শাহিনুর ইসলাম প্রমুখ।