বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
নতুন প্রজন্মের সবাইকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাস জানাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘দাম শুনেই চলে যাচ্ছেন ক্রেতারা’ গাজীপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশের সঙ্গে সম্পর্কে পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের বক্তব্য দুরভিসন্ধিমূলক: ওবায়দুল কাদের ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভায় মাওলানা রফিকুল ইসলাম খান বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো ছয়টি রাজ্যের ভোটাভুটিতে ট্রাম্পের থেকে এগিয়ে বাইডেন জিয়াউর রহমানকে অসম্মান করা মানে স্বাধীনতাকে অস্বীকার করা : মির্জা ফখরুল নারীর ক্ষমতায়নে বিশ্বের প্রথম সারির দেশ বাংলাদেশ : ধর্মমন্ত্রী

ভাঙ্গায় বাস উল্টে পুরুষ ও মহিলাসহ নিহত ৪ আহত প্রায় ১৫

সৈয়দ নবাবজাদা ভাঙ্গা (ফরিদপুর) :
  • আপডেট সময় বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস উল্টে ঘটনাস্থলে পুরুষ ও মহিলাসহ ৪জন নিহত ও আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার সকাল ১২ টায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়কের বগাইল টোল প্লাজায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, চুয়াঁডাঙ্গার পিয়ারা লতা গ্রামের আসলামের ছেলে রশিদ মোল্লা(৫৮), ফরিদপুরের ডাঙ্গী নগর কান্দার মো.লিটনের স্ত্রী জাহানারা বেগমসহ(৬০) ফরিদপুরের সালথার হানিফের স্ত্রী নাসিমাসহ(৩০) আরও অজ্ঞাত একজন মহিলা। আহতরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুখুরিয়া গ্রামের মনির মৃধার ছেলে সুমন(৩০), রাজাপুরের তারান মোল্লার ছেলে শাকিব মোল্লা(২০), শরীফাবাদের লতিফের ছেলে সাব্বির(২০), ফরিদপুরের, কমলাপুরের আব্দুস সালমানের ছেলে আলমগীর(৫৩), আইনপুরের আবু হানিফের মেয়ে রুপা(১৫), সাতৈরের খালেক শেখের ছেলে জাকির শেখ(২৬), মাগুরার মোহাম্মদপুর দাতীয়াদহ গ্রামের আফসার উদ্দিনের ছেলে আব্দুল মান্নান(৩৭), নগর কান্দার আইনপুরের আবু হানিফের ছেলে আবদুর রহিম(৯), আইনপুরের ইউনুসের ছেলে আবু হানিফ(৩২), ডাঙ্গী নগর কান্দার লিটন হাওলাদারের মেয়ে বর্ষা(১৩), মুন্সিগঞ্জের বালিয়া কান্দি নিমতলার সুশীল চক্রবর্তিও ছেলে পরিতোষ(৪৫), চুয়াঁডাঙ্গার আলমডাঙ্গী নাহারূল ইসলামের ছেলে রায়হনসহ(২৫) অজ্ঞাত আরও ৩জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা মহাসড়কের উন্নয়নের কাজ করছিলাম। হটাত একটি বিকট শব্দ পাই। মাওয়া থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস বগাইল টোল প্লাজার আইল্যন্ডে ধাক্কা খেয়ে উল্টে আছে। দৌড়ে গিয়ে দেখি বাসটির নিঁেচ চাপা পড়ে আছে বাসে থাকা কয়েকজন যাত্রী। বিকট চেচা-চেচি ও কান্নার শব্দে মুহুর্তেই ঘটনাস্থলে আশ-পাশে থাকা স্থানীয়রা সহ আমরা বাসটিতে থাকা যাত্রীদের উদ্ধার করি। পরে হাইওয়ে ও ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এসময় বাসটির নিচে চাঁপা পড়ে তিন জন ঘটনাস্থলেই নিহত হয়। ও আহতদেরকে দ্রত উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল হসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, ৩ জন ও পরে ফরিদপুরে নেওয়ার পরে সেখানে চিকিৎসাধিন অবস্থায় জাহানারা বেগম নামের আরও এক জনের মৃত্যু হয়েছে। নিহত আরও একজন মহিলার পরিচয় ও আহত অন্যান্নদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ গুলি থানায় আনা হয়েছে। বাসটি (ঢাকা মেট্রো ব-১১-৩১১৪) থানা হেফাযতে আনা হয়েছে। ড্রাইভার ও হেলপার পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় উর্দ্ধতন কর্তপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com