বাগেরহাটের ফকিরহাটে ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুসে ব্লক প্রদর্শণী স্থাপনের মাধ্যমে হাইব্রীড জাতের বোরো ফসলের সমলয় চাষাবাদে এর নিমিত্তে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ট্রেতে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টর যন্ত্রের সাহায্যে সমলয়ে চাষাবাদের চারা রোপন উদ্বোধণ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি পূর্নবাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ২০ জানুয়ারী বেলা ১১টায় বেতাগার মাসকাটায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক আ.ন.ম. ফয়জুর হক। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মো: শফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, বাগেরহাট কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক সঞ্চয় কুমার দাশ ও আব্দুল্লা আল মামুন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আজিজুল কবির, বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইউনুস আলী শেখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাছরুল মিল্লাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষ কর্মকর্তা নয়ন কুমার সেন। এসময় বিভিন্ন কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন। এর পুর্বে নবাগত জেলা প্রশাসক বেতাগা ইউনিয়নের মনোরমা কমিউনিটি ক্লিনিক, অর্গানিক বেতাগা, মাসকাটা মাধ্যমিক বিদ্যালয়, পাবলিক লাইব্রেরী, দুইটি বিদ্যালয়ের চেঞ্জরুম সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। শেষে বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।