রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

ভাইরাসের টিকা সম্পূর্ণ নিরাপদ করতে কিছু ছাড় দিতেই হবে: বিল গেটস

খবরপত্র অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
বিল গেটস

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং মার্কিন ধনকুবের বিল গেটস বলেছেন, বিশ্বকে করোনাভাইরাসের মহামারির আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে হলে এই ভাইরাসের টিকা আবিস্কারের কোন বিকল্প নেই।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিশ্বের ৭০০ কোটি মানুষকে এই টিকা দিতে হবে। কিন্তু সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যেও যদি টিকা তৈরি করতে হয়, তাতে ১৮ মাস পর্যন্ত সময় লাগতে পারে, আর টিকাটি সম্পূর্ণ নিরাপদ করার পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে কিছু আপোস করতেই হবে। করোনাভাইরাসের মহামারি ঠেকাতে এখন বিশ্বজুড়ে ৫০টিরও বেশি গবেষণা দল টিকা আবিস্কারের মরিয়া চেষ্টা চালাচ্ছে।

বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা গেটসের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশেন, করোনাভাইরাসের টিকা নিয়ে গবেষণায় তহবিল যোগান দিচ্ছে। বিল গেটস বলছেন, টিকা তৈরির কাজটি বেশ দুরূহ এবং সময় সাপেক্ষ, তারপরও এই বিশ্ব মহামারি থামিয়ে বিশ্বকে আগের অবস্থায় নিতে পারে একমাত্র একটি কার্যকর টিকা।বিল গেটস ২০১৫ সালেই এরকম একটি ভয়ংকর বিশ্ব মহামারির বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলছেন, যুদ্ধের প্রস্তুতির জন্য বিশ্ব যত খরচ করে, সেই তুলনায় এরকম একটি বিশ্ব মহামারি মোকাবেলায় যথেষ্ট অর্থ খরচ করা হয়নি। অথচ অন্য যুদ্ধের তুলনায় এরকম একটি পরিস্থিতি মোকাবেলা করা যেত অনেক কম খরচে। বিবিসি। এইচ আর/ খবরপত্র

 




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com