ময়মনসিংহের গফরগাঁওয়ের সর্বস্বান্ত সাবেক প্রতাপশালী সংসদ এনামুল হক জজ মিয়াসহ দুইশ’ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আধাপাকা ঘর এবং জমি দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গতকাল শনিবার (২৩ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপকারভোগীদের কাছে ঘর এবং জমি প্রদান করেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। সাবেক দুইবারের সাংসদ এনামুল হক জজ মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি গোলন্দাজ বাবেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করি আলাহ উনাদের মঙ্গল করুন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস.এম ইকবাল হোসেন সুমন, ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তারসহ মাঠ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। প্রসঙ্গত, এনামুল হক ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।