বাংলাদেশ আওয়ামী লীগ মেলান্দহ উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আতাউর রহমান মানিক ৫নং নয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চান। মেঘারবাড়ি গ্রামের অভিজাত পরিবারের মৃত আলহাজ¦ আঃ রহিমের ছোট সন্তান আতাউর রহমান মানিক মেলান্দহ উপজেলা ক্রীড়াঙ্গনে এক অনন্য নাম। বর্তমানে তিনি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সমাজে ন্যায়নীতির বিচারে আপোষহীন ব্যাক্তি আতাউর রহমান মানিক রাজনৈতিক জীবনে জনপ্রিয়তার ঘাটতি নেই বললেই চলে। ১৯৮৮ থেকে তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হন। রাজনৈতিক-ক্রীড়া-সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে তিনি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন পদের দায়িত্ব পালন করেছেন। গরিব দুঃখী মানুষের মঙ্গলে পাশে থাকা এই মানুষটি জনপ্রতিনিধি হয়ে আসুক এটাই ইউনিয়ন বাসীর প্রত্যাশা। মোঃ আতাউর রহমান মানিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি গরিব দুঃখী মানুষের পাশে আছি। দলীয় মনোনয়ন পেলে চেয়ারম্যান প্রার্থীও হতে চাই।