দুর্নীতি আর অপচয় এই সরকারের অপর নাম বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কার্যকলাপে তাদের (সরকারের) দুর্নীতি দৃশ্যমান।’ গতকাল রোববার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ডা. জাফরুল্লাহ বলেন, ‘করোনাভাইরাসের ভ্যাকসিন আমাদের অধিকার। প্রতিটি জনগণের এই ভ্যাকসিনের প্রয়োজনীয়তা রয়েছে। আজকেও পত্রিকা দেখেনÍ খবর বেরিয়েছে করোনার কারণে দেশে দারিদ্র্যতা বেড়েছে।’ দেশের সব মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদানের বিষয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ওখানে (ভারত) নরেন্দ্র মোদি এখনও ভ্যাকসিন নেননি, এখানে আমার প্রধানমন্ত্রীও নিতে রাজি হলেন না। ব্যাপারটা কী? এটিই তো সন্দেহের। আমি বলিÍ আমার নাম যদি তালিকায় আসে, আমি টিকা নিব। আপনারাও টিকা নিবেন, এটা আমাদের অধিকার। আজকে আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে। এটা কোনো ব্যক্তি বিশেষ দুই চারজনকে দেয়া হলে তা মেনে নেব না, আমাদের সবাইকে টিকা দিতে হবে।’ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত মাহমুদ ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।