সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

ড. হারুন রশিদের সৈয়দ আলী আহসান পদক লাভ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

সেন্টার ফর ন্যাশনাল কালচার- (সিএনসি) পরিকল্পনা করেছিল ৩১-০৭-২০১৯ থেকে ৩১-০৭-২০২১ পর্যন্ত জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান কেন্দ্রিক দেশের প্রত্যন্ত অঞ্চলে অনুষ্ঠান করবে। পরিকল্পনা অনুযায়ী কাজের মাঝে কিছুটা বিঘœতা ঘটলেও আল্লাহর রহমতে পরিকল্পনা সফল হতে চলেছে। গত ২২ জানুয়ারি ২০২১ তারিখে অনলাইন লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সিএনসি জানুয়ারি মাসের অনুষ্ঠানটি সম্পন্ন করেছে। সামনে রয়েছে আর মাত্র ৬ মাস। এ মাসের অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন বাংলা একাডেমির সাবেক পরিচালক অধ্যাপক মুহাম্মদ সিরাজ উদ্দিন। বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ আব্দুল্লাহ ফারুক। অনুষ্ঠানের স্বাগত ভাষণ প্রদান করেন সিএনসি’র নির্বাহী পরিচালক মাহবুবুল হক।
প্রধানঅতিথি বলেন ড. হারুন রশিদ একাডেমিক জীবনে সব পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। তিনি বেশ কয়েকটি ভাষা জানেন । যার ফলে তার পক্ষে ‘বাংলা ভাষা ও সাহিত্যে ব্যবহৃত বিদেশি শব্দের অভিধান’ লেখা সম্ভব হয়েছে। তাঁর রচিত গ্রšে’র সংখ্যা ৪৫ টি। দেশী-বিদেশী বিভিন্ন গবেষণামূলক জার্নালে তার ত্রিশটি মহা মূল্যবান প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ‘পূর্ণাঙ্গ ইসলামী স্টাডিজ’ গ্রন্থ’টি বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স পর্যায়ের পাঠ সহায়ক গ্রন্থ’ হিসাবে বিবেচিত হয়েছে । তার উল্লেখযোগ্য প্রবন্ধের মধ্যে রয়েছে একুশে নির্বাচিত প্রবন্ধ, প্রসঙ্গ বাংলা বানান রীতি ২০০২, স্বাধীন বাংলাদেশে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান ২০২০। এছাড়াও তিনি আল কোরআন ডিজিটাল প্রকল্পে অন্যতম বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক সাহিত্য সেমিনারে তিনি হিউম্যান ইন ওয়ার্ল্ড রিলিজিয়ন , মিডিয়া এন্ড ইসলাম, ইউনিটি ইন ডাইভারসিটি, দা সাগা অফ ইন্ডিয়ান কালচারাল হারমনি, ওমেন রাইটস ইন ইসলাম এবং ওমেন এম্পাওয়ার্মেন্ট থ্রো ল্যাঙ্গুয়েজ লিটারেচার এন্ড এডুকেশন ইত্যাদি বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করে সেমিনার পত্র পাঠ করেছেন। অনুষ্ঠানের বিশেষ এক পর্বে সৈয়দ আলী আহসান গবেষণাকর্মকে প্রাধান্য দেওয়ায় হারুন রশিদকে ‘সৈয়দ আলী আহসান সিএনসি পদক’ প্রদান করা হয়। অনুষ্ঠানে কবি রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দা রুহে রাওয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নুরুল ইসলাম খান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com