বাগেরহাটের চিতলমারী সরকারী বঙ্গবন্ধু মহিলা কলেজের এইস এসসি দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী সুপ্তি মন্ডল “নিউট্রিশন অলিম্পিয়াড” ২০২০ এর ২৬ ডিসেম্বর অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতায় “বি-গ্রুপে” সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সুপ্তি মন্ডলের এ অর্জন গোটা দেশ, জাতিও চিতলমারী বাসীর জন্য এক অনন্য দৃষ্টান্ত। মেধাবী এই শিক্ষার্থীর আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ সহ দির্ঘায়ু কামনা করেছেন তার কলেজের শিক্ষক, এলাকার সুধীজন ও তার সহপাঠী শিক্ষার্থী বৃন্দ। একই সাথে সুপ্তির পথচলায় মানবতার কাজে আরো দৃষ্টান্ত বয়ে আনুক এই প্রত্যাশায় সকলের কাছে আশির্বাদ চেয়েছেন, তার মা’বাবা ও নিকট আত্মীয়-স্বজন।