শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী আইজিপি’র সাক্ষাৎ

খবরপত্র অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

বাংলাদেশ পুলিশের বিদায়ী মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আজ ( ১৩ এপ্রিল) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে আইজিপি তার সময়ে বাংলাদেশ পুলিশের গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানান। পুলিশের বিদায়ী মহাপরিদর্শক এসময় সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি পুলিশের বিভিন্ন জনবান্ধব কর্মসূচির প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এসময় উপস্থিত ছিলেন। (বাসস)   –এইচ আর/ খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com