সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

মহেশখালী সড়কে সিএনজি ভাড়া নাগালের বাইরে, চরম দুর্ভোগে যাত্রীরা 

কাইছার হামিদ মহেশখালী :
  • আপডেট সময় সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপকূলীয় কক্সবাজার অঞ্চলের মহেশখালী উপজেলায় অবস্থিত। দ্বীপটির আয়াতন ৩৮৮.৫০ বর্গকিলোমিটার। এ পাহাড়ী দ্বীপের মধ্যে আরো দু’টি বিচ্ছিন্ন ছোট্ট দ্বীপ সোনাদিয়া ও মাতারবাড়ী-ধলঘাটা রয়েছে। মহেশখালীর উপজেলার পূর্ব ও উত্তর কোণে মহেশখালী টু বদরখালী সেতু। ওই সেতু থেকে মহেশখালীর সর্বদক্ষিণে উপজেলা প্রশাসনিক কার্যালয়। পূর্বে দ্বীপটির সাথে ও দ্বীপ কেন্দ্রীক যোগাযোগ ব্যবস্থা তেমন ভাল ছিলো না। বর্তমানে যোগাযোগ ব্যবস্থা পূর্বের তুলনায় খুবই ভাল। মহেশখালী সড়কের বিভিন্ন শ্রেণির যানবহন পরিচালনার ক্ষেত্রে রয়েছে একাধিক প্রভাবশালী সিন্ডিকেট। ওই সিন্ডিকেটের আওতায় ষ্টেশনে রয়েছে স্ব স্ব লাইনম্যান। অনুসন্ধানে দেখা যায়, দ¦ীপের উত্তর প্রান্ত জনতা বাজার টু গোরকঘাটা দুরত্ব  ২৭ কিলোমিটার জন প্রতি ভাড়া ১০০ টাকা। মাতারবাড়ী টু গোরকঘাটা দুরত্ব প্রায় ৩৩ কিলোমিটার জন প্রতি ভাড়া  ১৪০ টাকা, কালারমারছড়া টু গোরকঘাটা দুরুত্ব প্রায় ১৫ কিলোমিটার জন প্রতি ভাড়া ৭০টাকা, কালারমারছড়া টু মহেশখালী ব্রিজ (বদরখালী) দুরত্ব প্রায় ৮কিলোমিটার জন প্রতি ভাড়া ৪০ টাকা, মাতারবাড়ী টু  মহেশখালী ব্রিজ (বদরখালী) দুরত্ব প্রায় ৬ কিলোমিটার জন প্রতি ভাড়া ৪০ টাকা, শাপলাপুর বাজার টু মহেশখালী ব্রিজ (বদরখালী) দুরুত্ব প্রায় ১০ কিলোমিটার জন প্রতি ভাড়া ৪০ টাকা এবং শাপলাপুর বাজার টু গোরকঘাটা দুরত্ব প্রায় ১৭ কিলোমিটার জন প্রতি ভাড়া ৬০ টাকা। পার্শ্ববর্তী উপজেলার চকরিয়ার বদরখালী টু চকরিয়া দুরত্ব প্রায় ১৮ কিলোমিটার জন প্রতি ভাড়া ৪০-৫০টাকা। পার্শ্ববর্তী অন্যান্য উপজেলার সড়কের সিএনজি ভাড়া থেকে মহেশখালী সড়কের সিএনজি ভাড়া অনেক ব্যবধান। এমন আকাশচুম্বী সিএনজি ভাড়ায় প্রতিনিয়ত চরম দূর্ভোগে পড়েছে এতদাঞ্চলের স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়ে পড়–য়া ছাত্র-ছাত্রী, সাধারণ যাত্রীসহ দেশ-বিদেশে থেকে আগত পর্যটক। যার দরূণ মহেশখালীবাসীকে মাথায় নিতে হচ্ছে ভাড়া বেশির অপবাদ। মহেশখালী সড়কে আকাশচুম্বী ভাড়া কমানোর দাবীতে গত ১৩ জুন সেলিম উল্লাহ নামের একজন বেসরকারী চাকরীজীবি ও মহেশখালীর কর্মরত সংবাদিক মিজবাহ উদ্দিন আরজুসহ অনেকেই সোস্যাল মিডিয়া ফেসবুকে স্ট্যার্টাস দিয়ে তোলপাড় সৃষ্টি করেছেন। তবে ফেসবুকে তাদের দাবীর যৌক্তিকতা তুলে ধরেন। কালারমারছড়ার পল্লী চিকিৎসক তপন কান্তি দে জানান, মহেশখালী সড়কে বেড়েছে যেমন যান চলাচল। তেমনি বেড়েছে চলাচলকারী যাত্রীরাও। পাশাপাশি বাংলাদেশ সরকারের উন্নয়ন মূলক বৃহৎ বৃহৎ প্রকল্পগুলির মধ্যে একাধিক প্রকল্প মহেশখালীতে নির্মিত হচ্ছে। এতেও সড়কে ব্যাপকহারে বেড়েছে ভিন্ন জেলা, উপজেলা থেকে আগত পর্যটক যাত্রীদের চলাচল। তারপরও অন্যান্য উপজেলা থেকে আমাদের সড়কে সিএনজি ভাড়া এতবেশি! এতে করে আমরা যাত্রীরা প্রতিনিয়ত আর্থিক সংকটে পড়েছি। যাত্রীদের সুবিধার্থে উপজেলা কেন্দ্রিক ভাড়া নির্ধারণ করে তালিকা প্রণয়নের ব্যবস্থ করতে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তাক্ষেপ কামনা করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মহেশখালী কেন্দ্রিক সড়কে গাড়ী ভাড়া বিষয়টি উপজেলা প্রশাসন বিবেচনা পূর্বক ব্যবস্ত গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com