রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কার্যক্রমের উদ্বোধন করবেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

সেরামের ৫০ লাখ ডোজ টিকার অনুমোদন দিলো ঔষধ প্রশাসন

আজ বুধবার ২৭ জানুয়ারি ভার্চুয়ালি যুক্ত থেকে করোনাভাইরাস পতিষেধক টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম একজন নার্সের শরীরে প্রয়োগের মধ্য দিয়ে দেশে ভ্যাকসিন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এরই মধ্যে টিকা দেওয়ার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। হাসপাতালের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিকাল ৩টায় প্রাথমিক ড্রাই রান করা হবে। এছাড়াও হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ প্রায় ১০০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানান তিনি।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম একজন নার্সের শরীরে প্রয়োগের মধ্য দিয়ে দেশে ভ্যাকসিন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ভার্চুয়ালি যুক্ত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারিভাবে কেনা ৫০ লাখ ডোজ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। গতকাল মঙ্গলবার অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গতকাল সোমবার ভারত থেকে কেনা করোনা টিকার প্রথম চালানে ৫০ লাখ ডোজ বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ বুধবার এ টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি ডোজ পাঁচ ডলার মূল্যে কেনা এ টিকা সংরক্ষণ করা হচ্ছে টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যারহাউজে। চার থেকে পাঁচ দিনের মধ্যে সারাদেশে তা বিতরণ করবে বেক্সিমকো।
এদিকে করোনার টিকাদান নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। যাতে অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল এবং মুগদা হাসপাতালের ৮৫ জন চিকিৎসক ও নার্স। প্রাথমিকভাবে ঢাকা শহরের পাঁচটি হাসপাতালে টিকার কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনা টিকা নিতে কাউকে জোর করা হবে না। স্বেচ্ছায় যারা টিকা নিতে চান, তাদেরই দেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com