বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর ছবি পদদলনকারী রিপন চেয়ারম্যানের শাস্তি চায় নরসিংদীর আমদিয়াবাসী

মোঃ রায়হান উদ্দীন :
  • আপডেট সময় রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর, পদদলনকারী ও বীরমুক্তিযুদ্ধা মাসকুর মিয়াকে মারধর ও তার বাড়ি অগ্নিসংযোগকারী চেয়ারম্যান নাজিম উদ্দিন রিপনকে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নরসিংদীর আমদিয়া ইউনিয়নবাসী। একই দাবিতে সোচ্চার স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও। তারা জানান, ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে বিএনপি জোট ক্ষমতায় আসার পর ২ অক্টোবর আমদিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে তান্ডব চালায় ওই সময়ের দুর্র্ধষ ছাত্রদল ক্যাডার নাজিম উদ্দিন রিপন। ৪ অক্টোবর তৎকালীন আমদিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতির বাড়ি নিজের সন্ত্রাসী বাহিনীকে সাথে নিয়ে পেট্রল দিয়ে জ্বালিয়ে দেয় রিপন। একইদিনে বনাইদ বাবুমিয়া উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে সংরক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে মাঠে ছুড়ে ফেলে ভাঙচুর ও পদদলনকরে ওই সময়ে কুখ্যাত ছাত্রদল ক্যাডার রিপন। আওয়ামী লীগ নেতারা জানান, বঙ্গবন্ধুর ছবি শুধু ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি রিপন। ওই ছবি বাজারে এনে বঙ্গবন্ধুকে নিয়ে ব্যঙ্গ ও কটূক্তিও করা হয়। এসময় আওয়ামী লীগ কর্মীদের বেধড়ক মারধর করে ফেলে রেখে যায় রিপন বাহিনী। একইদিনে আমদিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি সামসুল হককে ধরে এনে পিটিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রাখা হয় রিপনের নেতৃত্বে। এরপর রিপনবাহিনী কান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে শিক্ষকদেও সামনে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর ও পদপিষ্ট করে। একইভাবে কান্দাইল বাজারে গিয়েও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করে তৎকালীন ছাত্রদল ক্যাডার রিপন। এ বিষয়ে আমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ ইবনে রইছ মিঠু ও সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল হাই বলেন, আওয়ামী লীগে অনুপ্রবেশকারী এই কুখ্যাত সন্ত্রাসীর অতীত ইতিহাস বঙ্গবন্ধুকে অবমাননা আর আওয়ামী লীগ নির্যাতনের ইতিহাস। বঙ্গবন্ধুকে অবমাননাকারী এই সন্ত্রাসীকে অবিলম্বে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com