দেশের অভিজ্ঞ কোচ মারুফুল হক ধরেই নিয়েছিলেন আরেকটি হার নিয়ে মাঠ ছাড়তে হচ্ছে থাকে। ৯০ মিনিট পেরিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে এর বাইরে কি ভাববেন তিনি? স্কোর যে তখন চট্টগ্রাম আবাহনী ১ : ২ উত্তর বারিধারা।কে জানতেন ৭৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা তরুণ মিডফিল্ডার কাওসার আলী রাব্বি শেষ মুহূর্তে হার এড়ানোর হাসি ফোটাতে পারবেন কোচের মুখে? তিনি পেরেছেন ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে। রাব্বির গোলটিতে হার এড়িয়ে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে চট্টগ্রাম আবাহনী। উত্তর বারিধারা ডাগআউটে প্রথম জয়ের আনন্দের ঢেউটা হঠাৎ থামিয়ে দিয়েছে রাব্বি। এখনো জয় না পাওয়া দলটির হাত থেকে খসে গেলো দুই পয়েন্ট। প্রথম জয়টা পেতে পেতেও পেলো না তারা। ম্যাচের শুরু ও শেষটা ছিল চট্টলার দলটির। মাঝে দারুণ দাপট উত্তর বারিধারার। ৪০ মিনিটে ব্রাজিলের নিক্সনের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ৫৬ মিনিটে জাতীয় দলের স্ট্রাইকার সুমন রেজা ও ৭৪ মিনিটে মিডফিল্ডার আরিফ হোসেন গোল করলে ২-১ ব্যবধানে লিড নেয় উত্তর বারিধারা। কিন্তু এগিয়ে থাকাটা কাজে লাগাতে পারেনি অনভিজ্ঞ দলটি। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে চট্টগ্রাম আবাহনী। এখনো জয়ের মুখ না দেখা উত্তর বারিধারা ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আছে ১০ নম্বরে।