সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

যাত্রা শুরু করলো লন্ডন-বাংলাদেশভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘দ্বীন টিভি’

এহসান বিন মুজাহির শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

‘জ্ঞানের আলোয় আলোকিত, মানবতার জন্য নিবেদিত’ স্লোগান নিয়ে লন্ডন-বাংলাদেশভিত্তিক ইসলামি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘দ্বীন টিভি’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার কনফারেন্স রুমে গতকাল দুপুরে জমকালো আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো লন্ডন-বাংলাদেশভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘দ্বীন টিভি’। চ্যানেলটির চেয়ারম্যান হলেন ব্রিটেনের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী। ব্রিটেনে বেশ কয়েকটি বাংলা টিভি চ্যানেল চালু আছে। এগুলোর বেশিরভাগই বাংলাদেশের টিভি চ্যানেলের সঙ্গে সম্পর্কিত। কিন্তু ‘দ্বীন টিভি’ পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেলে হিসেবে অনুমোদন পেয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুততম সময়ের মধ্যে চ্যানেলটি সম্প্রচারে আসবে বলে জানিয়েছেন টেলিভিশন চ্যানেল দ্বীন টিভি চ্যানেলটির চেয়ারম্যান ব্রিটেনের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শেখ বদরুল আলম হামিদী। তিনি আরও বলেন-‘দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে আমি মিডিয়ায় কাজ করে আসছি। বিভিন্ন সময় আমার বন্ধুমহল, আপনজন একটি ইসলামি মিডিয়া প্রতিষ্ঠার জন্য অনুপ্রেরণা দিয়ে আসছিলেন। তাছাড়া আমি খুব নিবিড়ভাবে একটি টেলিভিশন চ্যানেলে ছয় বছরের বেশি সময় কাজ করার পর বিভিন্ন কারণে সেখান থেকে চলে আসি। তখন থেকেই ইচ্ছা ছিল একটি চ্যানেল প্রতিষ্ঠার। ইন্তেকালের আগে আব্বাজান (রহ.)-এর সঙ্গে বিষয়টি নিয়ে পরামর্শ করি। তিনিও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। এভাবেই কাজ শুরু, এখন একেবারে শেষ পর্যায়ে। সবার সমর্থন, দোয়া ও ভালোবাসা পেলে আশা করি পথচলা সহজ হবে। দ্বীন টিভির উদ্বোধন উপলক্ষে সোমবার বরুণায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন অধিবেশনে আলোচনায় অংশ নেন বরুণা মাদরাসার সদরে মুহতামিম মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা শেখ নূরে আলম হামিদী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা ওলীউর রহমান বর্ণভী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক মহাপরিচালক শায়খুল হাদিস অধ্যাপক আল্লামা যুবায়ের আহমদ চৌধুরী, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদাল হোসেন খান, ইসলাম টাইমস সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ, ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, বড়লেখা সরকারি ড্রিগ্রী কলেজের অধ্যাপক মাওলানা আবদুস সবুর, কবি ও ইতিহাস বিশ্লেষক মাওলানা মুসা আল হাফিজ, বার্তা২৪.কম-এর বিভাগীয় প্রধান মুফতি এনায়েতুল্লাহ ও টেলিভিশনের জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানীসহ প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com