নোয়াখালীর বসুরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জার গাড়ী বহরে হামলা চালিয়েছে একদল মুখোশধারী সন্ত্রাসীর দল। জানাযায়, বৃহস্পতিবার ভোর ৬টায় মেয়র আবদুল কাদের মির্জা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গাড়ি বহরসহ শপথ নেওয়ার জন্য যাওয়ার পথে ফেনী জেলার দাগনভূঞায় এ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় সেলিম নামে এক আওয়ামীলীগ নেতা আহত হয়েছে। মির্জা আরও বলেন, ফেনীর ফুলগাজীর জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান একরামকে গুলি করে গাড়ীতে ঢুকিয়ে প্রকাশ্য দিবালোকে পেট্রোল মেরে আগুন ধরিয়ে হত্যা করেছে, ২০১৮সালে ফখরুল ইসলামকে দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদার বাহিনীর ক্যাডার প্যানেল মেয়র সাইফুল হত্যা করেছে। আজকে ফেনীতে যে হত্যার রাজনীতি চলছে এটা বন্ধ করার জন্য আমি বলেছিলাম। আজকে নিজাম হাজারীরা, একরাম চৌধুরীরা, দাপট দেখিয়ে চলে আমাদেরকে হামলা করে। একরাম হত্যাকারীরা, ফখরুল হত্যাকারীরা প্রকাশ্য দিবালোকে ঘোরাফেরা করছে। তাদের বিচার হচ্ছে না। এদেশে কি প্রশাসন নেই, সরকার নেই, হত্যাকারীদের কি বিচার হবে না। মেয়র আবদুল কাদের মির্জা ফেইসবুক লাইভে এসে বলেন, আমি আজ ভোরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ নেওয়ার পথে ফেনীর দাগনভূঞায় আমার গাড়ী বহরে হামলায় চালায়। যারা ফেনীতে একরামকে হত্যা করেছে, ঠিক একই কায়দায় আমাকে হত্যার উদ্দেশ্যে আমার গাড়ী রোধ করে কিন্তু আল্লাহর অশেষ মেহেরবাণীতে একটা ট্রাক থাকার কারণে আমার গাড়িটি দ্রুত চলে আসার সুযোগ পেয়েছে। যার জন্য আমাকে কিছু করতে পারে নাই। আমার গাড়ি বহরে আরও ১২টি গাড়ি ছিল। ঐ গাড়িগুলোতে হামলা চালিয়েছে, ইট, পাটকেল নিক্ষেপ করেছে। এতে সেলিম নামে আমাদের এক আ’লীগ নেতা আহত হয়েছে। তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানানো, অনতিবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, না হলে আপনার সকল অর্জন ধ্বংস হয়ে যাবে। এদেরকে কারা শেল্টার দিচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিন। তারা যতবড় নেতা হোক, যতবড় মন্ত্রী হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। তিনি ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, আমাদের এলাকায় কি কোন অভিভাবক নেই, যিনি এ এলাকার মন্ত্রী, আমরা যাকে মন্ত্রী বানিয়েছি, সেই মন্ত্রীর কি কাজ? যে মন্ত্রীর এ এলাকায় জন্ম, তিনি অপশক্তির কাছে মাথানত করেছেন। তিনি আরও বলেন, আজকে নোয়াখালী ও ফেনী যে অপরাজনীতি চলছে, দূর্ণীতি হচ্ছে, অ-বিচার হচ্ছে, এদেরকে বহিষ্কারের দাবীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। আমি কোন অন্যায়ের বিরুদ্ধে মাথানত করব না, আমি সাহস করে সত্য কথা বলব, আমি আমার এলাকার নিরীহ অসহায় গরীব দুঃখীদের সাথে আছি এবং থাকব। গাড়ী বহরে হামলার প্রতিবাদে কোম্পানীগঞ্জ উপজেলা বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে।