মৌলভীবাজারে রক্তদান ও সামাজিক সেবামূলক সংগঠন উৎসর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ১০ ফেব্রুয়ারী বুধবার। ফাউন্ডেশনের জেলা সভাপতি ও দৈনিক সমকাল’র জুড়ী উপজেলা প্রতিনিধি মো. বেলাল হোসাইনের সভাপতিত্বে সকাল ১১টায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ডিবিসি নিউজ টিভির জেলা প্রতিনিধি পান্না দত্ত, কার্যকরী সদস্য ও দৈনিক খবরপত্র’র জেলা প্রতিনিধি শ. ই. সরকার জবলু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আখতার উদ্দিন, জুড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ও আজকের বিজনেস বাংলাদেশ’র জেলা প্রতিনিধি হুমায়ূন রহমান বাপ্পী, উৎসর্গ ফাউন্ডেশনের জেলা সাধারণ সম্পাদক কোহিনুর আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদ আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দেশ রূপান্তর’র জেলা প্রতিনিধি রিপন দে ও তানভীর আন্জুম আরিফ, উৎসর্গ’র জেলা সাংগঠনিক সম্পাদক- রাদিয়া আক্তার, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক- কয়ছর আহমদ, জেলা ছাত্রলীগের শাওন আহমদ ও আমির হামজা মীম, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইমরান খান, উৎসর্গ’র শ্রীমঙ্গল উপজেলা সভাপতি বদরুজ্জামান রুহেল প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য- ‘জীবনের প্রয়োজনে জীবন’ এই স্লোগানকে ধারন করে ২০১৬ সালে রক্তদান ও সামাজিক সেবামূলক সংগঠন ‘ উৎসর্গ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত হয়।