দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ জীবন বাজি রেখে মাদক, জুয়ারী, সন্ত্রাস,জঙ্গি মুক্ত থানা জনসাধারণ কে উপহার দিতে কাজ করে যাচ্ছেন। ঘোড়াঘাট থানায় পুলিশ নামটি আর ভয়ের বা সংকোচ জনক নয়। এই থানায় আজিম উদ্দিন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরই জনবান্ধন হয়ে উঠেছে ঘোড়াঘাট থানাটি। আজিম উদ্দিন (ওসি) অল্প কয়েক মাসেই এই থানার আইনি চেহারা ও সাধারণ মানুষের মধ্যে পুলিশের সম্পর্ককে পাল্টে দিয়েছেন। সাধারণ মানুষের কাছে ওসি হিসেবে কয়েক মাসের ব্যবধানে অনেক পরিচিতি পেয়েছেন তিনি। পুলিশকে সাধারণ মানুষ বন্ধু ভাবা শুরু করেছে এবং নির্ভয়ে তাদের অভিযোগ করে সমাধান করছেন।তিনি যোগাদানের পর পরই মাদক, জুয়ারী, সন্ত্রাস, জঙ্গি, নারী নিযার্তন মুক্ত থানা হিসেবে দিন রাত কাজ করে যাচ্ছেন। পুলিশের প্রতি শ্রদ্ধাশীল করতে এবং থানাকে জনবান্ধন করে গড়ে তুলতে মাদক, জুয়ারী, সন্ত্রাস মুক্ত করতে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। আদিবাসী কিশোরীকে গণধর্ষণ মামলার আসামীদের অতি অল্প সময়ে গ্রেফতার ও বিজ্ঞ আদালতে তিন আসামিকে স্বীকারোক্তি প্রদান ও সাবেক প্রেমিক কে গ্রেফতার করায়। গন ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন কে বিশেষ পুরুষ্কারে পুরস্কৃত করেন এবং রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য (বিপিএম) কনফারেন্সে ৫৪ টি থানার মধ্যে শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিবার্চিত করেন (ওসি) আজিম উদ্দিন কে এবং পুরুষ্কার প্রদান করেন এবং মামলা নিষ্পত্তি, ডাটা এন্ট্রি, ম্যানেজমেন্ট ভালো হওয়ায় ঘোড়াঘাট থানার কে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নিবার্চত করেন দিনাজপুর পুলিশ সুপার আনোয়ার হোসেন (বিপিএম) এবং থানার সকল অফিসার ও ফোর্সকে পুরুষ্কৃত করেন।