সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

বাউল কামাল পাশা ও দূর্বিণ শাহকে স্বীকৃতিদানের দাবী জানিয়ে সুনামগঞ্জে সম্পন্ন হলো সাহিত্য উৎসব

সুনামগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় কবি সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয়ে এগিয়ে চলা জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে সুনামগঞ্জ সাহিত্য উৎসব ২০২১ সম্পন্ন হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী উদযাপন উপলক্ষ্যে পঞ্চরত্ন বাউলের দেশ সুনামগঞ্জে এ উৎসব সম্পন্ন হয়। ১২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত সময়ে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবটির উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। অনুষ্ঠানে ছিল মুজিববর্ষ ও সাহিত্যের আলোচনা, সূরচিত কবিতা, ছড়া, পুঁথিপাঠ, নৃত্য, বাউল গানের আসর ও সুনামগঞ্জ সাহিত্য পুরস্কার প্রদান। দেশের নবিন প্রবীণ শতাধীক কবি সাহিত্যিক ও দুই শতাধিক দর্শক শ্রোতাদের উপস্থিতিতে এই প্রাণের উৎসবে মেতে উঠে জেলার বিভিন্ন শ্রেণীপেশার লোকজন। এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলা একাডেমির উপ-পরিচালক, গবেষক ড. তপন বাগচী। কাব্যকথা সাহিত্য পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ সহ-সভাপতি কবি ডাঃ আতিয়ার রহমান এর সভাপতিত্বে উৎসব উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এডভোকেট শফিকুল আলম, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবাবিল নূর, ছড়াশিল্পী ও শিশুসাহিত্যিক হাসনাত আমজাদ, কবি ও কথাশিল্পী মোহাম্মদ আব্দুল হক, সাহিত্যিক জসীম আল ফাহিম, জেলা গীতিকার ফোরামের সাধারন সম্পাদক অরুন তালুকদার, সাহিত্যক আলী সিদ্দিক, শিল্পী তুলিকা ঘোষ চৌধুরী, বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ সুনামগঞ্জ এর প্রতিষ্ঠাতা আহবায়ক কবি সাংবাদিক আল-হেলাল, কবি অনু প্রান্তিক, কবি দিলদার হোসেন দিলু, কবি ও সমাজসেবক সাবিনা আনোয়ার, রাজনীতিক দিলোয়ার হোসেন দুলাল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জালাল খান ইউসুফী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবি মোহাম্মদ বাদশা গাজী,কবি প্রভাষক ফজলুল হক দোলন ও কেন্দ্রীয় সদস্য কবি কবি মামুন সুলতান। গান গেয়ে বাউল গানের আসর মাতিয়েছেন বাঊল বিরহী কালা মিয়া, বাউল হেলাল খান,বাউল রোকসানা ভান্ডারী, বাউল আল-হেলাল, শিল্পী রুমি খান ময়না, বিরহী রিপা বেগম, বাউল আব্দুল রব আব্দুল্লাহ, বাউল আলাউদ্দিন, বাউল আব্দুল কাইয়্যুম, বাউল কবির মিয়া, গীতিকার নির্মল কর জনি, ডাঃ হাফিজুর রহমান, শিল্পী সোমা আক্তার, শিক্ষক নজিবুর রহমান, বাউল দু:খী হাসান, বাউল তৈয়বুর রহমান, ফকির সমছু মিয়া প্রমূখ। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের জন্য সুনামগঞ্জ সাহিত্য পুরস্কার পেয়েছেন, কথাশিল্পী মনি হায়দার, বাউল বিরহী কালা মিয়া, ছড়াশিল্পী দেলোয়ার হোসেন দিলু, কবি হিলারী হিটলার আভী, কবি আবদুল হান্নান ইউজেটিক্স, কবি শফিকুল ইসলাম সোহাগ, কবি ফজলুল হক দোলন, কবি অজয় রায়, ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল, মোঃ মিছবাহ উদ্দিন, কবি মোঃ সহিদ মিয়া। কবিতা পাঠ করেন কবি ডাঃ সৈয়দ আহম্মদ আশেকী,কবি আবুবক্কর সাগর,কবি আয়েশা সিদ্দিকা,কবি ইমতিয়াজ আহমদসহ স্থানীয় কবি সাহিত্যিকগণ। সভায় বক্তারা বলেন, ১৯৬৩ সালে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মুহাম্মদ আব্দুল হাই হাছন পছন্দ এর নেতৃত্বে বাংলা একাডেমীর কর্মকর্তা,উর্ধতন আমলা জনপ্রতিনিধি ও দেশের বরেণ্য কবি সাহিত্যিক প্রাবন্ধিকদের এনে সুনামগঞ্জে সর্বপ্রথম সপ্তাহব্যাপী সাহিত্য ও সংস্কৃতি উৎসব করা হয়েছিল। লাখো মানুষের প্রাণের মেলায় সেদিন বাউল কামাল উদ্দিন মালজুড়া গানে সকল প্রতিদ্বন্দ্বিকে হারিয়ে গানের স¤্রাট কামাল পাশা উপাধিতে ভূষিত হয়েছিলেন। পরে সাহিত্যিক দেওয়ান আহবাব চৌধুরী ও সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীকে সংবর্ধনা দিয়ে কবি সাহিত্যিকদের মিলনমেলা ঘটানো হয়েছিল সাহিত্যিক আব্দুল হাই হাছন পছন্দ এর নেতৃত্বে। দেশ স্বাধীনের ৪৯ বছর পর এবার মুজিববষে প্রথমবারের মতো সুনামগঞ্জে সাহিত্য উৎসব অনুষ্ঠিত হলো। এ উদ্যোগ ইতিহাসে একদিন মাইলফলক হিসেবে কাজ করবে। সুনামগঞ্জের পল্লীমায়ের সাহিত্যকে বাঁচিয়ে রাখতে হবে। জেলা প্রশাসনের একাধিকবারের প্রস্তাবনার প্রেক্ষিতে পঞ্চরত্ন বাউলের মধ্যমণি গানের সম্রাট বাউল কামাল পাশা ও জ্ঞানের সাগর দূর্বিণ শাহকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে।
সুনামগঞ্জকে বাংলার সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করতে হবে। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের অগ্রসৈনিক শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেশের সর্বপ্রথম সংগীত রচয়িতা সুনামগঞ্জের বাউল কামাল পাশা রচিত “শেখ মুজিব কারাগারে, আন্দোলন কেউ নাহি ছাড়ে/সত্যাগ্রহে এক কাতারে সামনে আছেন সামাদ ভাই/ঢাকার বুকে গুলি কেন নুরুল আমিন জবাব চাই” শীর্ষক ঐতিহাসিক গানটি পরিবেশন করেন সাংবাদিক বাউল আল-হেলাল। পরে পুথী সম্রাট কবি জালাল খান ইউসুফির সমাপনী পুথিপাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সভায় শ্রদ্ধাভরে স্মরণ করা হয় সুনামগঞ্জ জেলার প্রধান ৫ লোককবি যথাক্রমে বৈষ্ণব কবি রাধারমন দত্ত,মরমী কবি হাছন রাজা, গানের সম্রাট বাউল কামাল পাশা (কামাল উদ্দিন), বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও জ্ঞানের সাগর দূর্বিণ শাহ এই পঞ্চরত্ন বাউলকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com