বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

আন্তর্জাতিক মানে চকরিয়া তানযীমুল মিল্লাত হিফজ মাদ্রাসার ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

অলি উল্লাহ রনি চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) :
  • আপডেট সময় রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক মান সম্পন্ন হিফজ মাদ্রাসা চকরিয়া তানযীমুল মিল্লাত হিফজ মাদ্রাসার ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাদে আসর চকরিয়া থানা রাস্তা মাথার হোসাইন মার্কেটের ৩য় তলায় আলহাজ্ব মাওঃ মামুনুর রশিদ নুরী’র সভাপতিত্বে ও হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল কালামের সঞ্চালনায় আন্তর্জাতিক মান সম্পন্ন ক্বারীদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বেরাতের পথপ্রদর্শক ইমামুল কুররা ক্বারী মোঃ ইউসুফ (রহ:) এর বড় সাহেবজাদা আন্তর্জাতিক ক্বিরাত ও হিফজ প্রতিযোগিতার একমাত্র বাংলাদেশী বিচারক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী ও বাংলাদেশের প্রধান ক্বারী আহমদ বিন ইউসুফ আল আযাহারী, সভাপতি, (আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা ইক্বরা) ও দশ কেরাতের উপর সনদপ্রাপ্ত ক্বারী আল-আজহার বিশ্ববিদ্যালয়, মিশর, আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার প্রাপ্ত ক্বারী আব্দুল মালেক (বিক্রমপুরী), একাধিক রাষ্ট্রে প্রথম স্থান অর্জনকারী বিশ্বজয়ী হাফেজ ক্বারী জাকরিয়া, একাধিক রাষ্ট্রে প্রথম স্থান অর্জনকারী বিশ্বজয়ী হাফেজ ক্বারী নাজমুস সাকিব। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব শাহ মাওলানা জিল্লল করিম আল মালেকী আল কুতুবী, কুতুবদিয়া দরবার শরীফ কুতুবদিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদ উদ্দিন ফারুক, চকরিয়া আন্ওয়ারুল উলুম কামিল মাদ্রাসার রেক্টর আলহাজ্ব মাওলানা রুহুল কুদ্দুস আনওয়ারী আল আযহারী, চট্টগ্রাম কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ আবু তৈয়ব, মাতামুহুরী আদর্শ শিক্ষা নিকেতনের সভাপতি ও ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, কাউন্সিলর পদপ্রার্থী আহমেদ রেজা প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com