শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন

ইশরাক সুস্থ আছেন, বাসায় আছেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

দলীয় কর্মীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে এনে দিনব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সন্তান ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এখন সুস্থ আছেন এবং নিরাপদে বাসায় আছেন। গত শনিবার সন্ধ্যা থেকে ইশরাকের বাসায় পুলিশ এমন গুজবের সত্যতা জানতে নয়া দিগন্ত প্রতিবেদক মোবাইল ফোনে কথা বলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সাথে। এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আমি সম্পূর্ণ নিরাপদে বাসায় আছি। সারাদিন পর ক্লান্ত এবং হালকা গলা ব্যাথা করছে। তাই একটু বিশ্রামে আছি।
উল্লেখ্য, শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির প্রতিবাদ সমাবেশের শেষ পর্যায়ে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। এ সময় সকল পর্যায়ের নেতাকর্মী দৌড়ে পালালেও নিজের স্থানেই অবস্থান করে স্লোগান দেন ইশরাক। পরে পুলিশ লাঠিচার্জ করলে ইশরাককে নেতাকর্মীরা প্রেসক্লাবের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় আহত ৩৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকাশ চৌধুরী ইমনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যেতে চাইলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তাকে দৌড়ে গিয়ে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়। পরে তার নিজের গাড়িতে করে আহত নেতা কর্মীদের হাসপাতালে নিয়ে যান এবং সেখানে সকলের চিকিৎসার খবর নেন এবং সকল নেতাকর্মীকে নিরাপদে বাসায় পাঠিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন। এর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হন ইঞ্জিনিয়ার ইশরাক। তাকে নিয়ে দেয়া স্ট্যাটাসগুলো হুবহু দেয়া হলো-
ইশরাকের প্রশংসা করে রফিকুল ইসলাম মিন্টু নামে এক লোক তার ফেইজবুক আইডিতে দেয়া স্ট্যাটাটা হুবহু দেয়া হলো- ইশরাক ভাই, তুমিই বীর তুমিই একমাত্র নির্ভেজাল সাহসী সৈনিক।গত শনিবার প্রেসক্লাবে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে মাফিয়াতন্ত্রের পুলিশ বাহিনী যখন হামলা চালাচ্ছে সবাই দৌড় দিলেও ইশরাক ভাই দাঁড়িয়ে ছিলেন, তার একটা কর্মী পুলিশের হাতে থাকা পর্যন্ত সে ওখান থেকে আসতে চায়নি তাকে জোর করে ভেতরে নেয়ার চেষ্টা করা হচ্ছিল, পুলিশের উপর্যুপরি লাঠির আঘাত সহ্য করেই কর্মীদের ছায়া দিচ্ছিলেন।। একপর্যায়ে তাকে ভেতরে নেয়া হলো, তখনো একজন কর্মী পুলিশের হাতে আটক অবস্থায় একের পর এক লাঠির আঘাত সহ্য করছেন, মাথা ফেটে রক্ত ঝরছে…
সেই কর্মী ইশরাক ভাইয়ের দিকে তাকিয়ে চিৎকার করছে…. ইশরাক ভাই তাকে ফেলে নিরাপদে জান নাই, আবারো দৌড়ে আসেন পুলিশের লাঠি বৃষ্টির নিচে, সেই আহত কর্মীকে পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে ভেতরে যেয়েই বসে থাকেন নি, সেও আহত অবস্থায় তার আহত কর্মীদের নিয়ে ছুটে গেলেন ঢাকা মেডিকেলে……হাজার স্যালুট ইশরাক ভাই




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com