বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময়

এম কে মনির সীতাকুণ্ড :
  • আপডেট সময় সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

সীতাকুণ্ডে কর্মরত অনলাইন সাংবাদিকদের সংগঠন সীতাকু- অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্য ও উপদেষ্টাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ও ইংরেজি নববর্ষ ২০২১ এর নতুন ক্যালেন্ডার উন্মোচন করা হয়েছে। এবারের ক্যালেন্ডারেও স্থান পেয়েছে সীতাকুণ্ডের নয়নাভিরাম একটি পর্যটন স্পট। ১৪ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর নবাব বাড়ি রেস্টুরেন্টে ক্যালেন্ডার উন্মোচন, ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি নব নির্বাচিত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য এডভোকেট সরোয়ার হোসাইন লাভলু’কে ফুলেল শুভেচ্ছা জানান অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক সংগ্রাম প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিএসসি এর সঞ্চালনায় অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ড. মো. শহীদুল আলম মিন্টু, সীতাকুণ্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি কায়সারুল আলম, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সহ সভাপতি কাজী আলী আকবর জাসেদ, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্য কাইয়ুৃম চৌধুরী, মেসবাহ খালেদ, নাছির উদ্দীন শিবলু, মোহরম আলী সুজন, দিদারুল আলম, এম কে মনির, মুসলেহ উদ্দিন, মো. আলাউদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ। এসময় সংগঠনের সাংবাদিকদের কল্যাণে ও সংগঠনের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ তাদের কথা তুলে ধরেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com