শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন

যেভাবে মেকআপ করলে লাগবে না মাস্কে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

ম্যাট ফাউন্ডেশন বা লিপস্টিক যা-ই হোক না কেন, মাস্কে ঠিকই লেগে যাচ্ছে! এমন সমস্যায় পড়ছেন এখন বেশিরভাগ নারীই। অথবা মাস্ক পরায় মুখের ঢাকা অংশের মেকআপের বাজে অবস্থা হয়ে যায়। এ কারণে অনেকেই সাজগোজের পর মাস্ক না পরেই বাইরে বেরিয়ে পড়েন। ব্যক্তিগত সুরক্ষার খাতিরে মাস্ক পরা বাধ্যতামূলক। তাই মাস্ক বাদ দেওয়ার কথা ভুলেও চিন্তা করা যাবে না। বরং মেকআপ করার সময় মেনে চলুন কয়েকটি টিপস, তাহলেই মাস্কে মেকআপের দাগ বসবে না।
>> মেকআপ বা ম্যাট লুক হতে পারে এর সমাধান। >> ভালো ময়েশ্চারাইজার এক্ষত্রে অনেক বড় ভূমিকা রাখে। ফেইস ময়েশ্চারাইজড থাকলে ফাউন্ডেশন এবং কন্সিলার সুন্দর করে ফেইসে বসে যায়। >> মেকআপের আগে প্রাইমার ব্যবহার করুন। প্রাইমার ত্বকের তেল শুষে নেয়। এতে ফাউন্ডেশন ম্যাটভাব ধরে রাখে দীর্ঘক্ষণ।
>> যাদের ত্বক মাস্ক পরলে ঘামে, তারা মেকআপের আগে কিছুক্ষণ বরফ ঘষে নিতে পারেন। >> অনেকেরই ফুল কাভারেজ মেকআপ পছন্দ না। তারা বিবি বা সিসি ক্রিম ব্যবহার করতে পারেন। বিবি ক্রিম ড্রাই স্কিনকে ময়েশ্চারাইজড করে সঙ্গে মেকআপ লুকও দেয়। অন্যদিকে সিসি ক্রিম ত্বকের তৈলাক্তভাব দূর করে সুন্দর মেকআপ লুক দেয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com