বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

লাকসাম পৌরসভার নবনির্বাচিত পরিষদের দায়িত্ব গ্রহণ ও দোয়া

তমিজ উদ্দিন চুন্নু লাকসাম (কুমিল্লা) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

লাকসাম পৌরসভার নবনির্বাচিত ৬ষ্ঠ পরিষদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌর মিলনায়তনে মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুছ ভুইয়া।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী ইসহাক মিয়া, বীর মুক্তিযোদ্ধা মনোহর আলী তোতা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিন উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম রেলওয়ে থানার ওসি মোঃ নাজিম উদ্দিন, পিডিবি নির্বাহী কর্মকর্তা সামির আসাদ, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ১নং সহ.সভাপতি আকতার হোসেন, লাকসাম পৌর সচিব আলাউদ্দিন, প্রধান সহকারী আবুল খায়ের, নবনির্বাচিত ৩ প্যানেল মেয়র মোঃ খলিলুর রহমান, শাহজাহান মজুমদার ও মুশফেকা আলম মিতা, কাউন্সিলরদের মধ্যে ১নং ওয়ার্ডের মোহাম্মদ উল্লাহ, ৩নং ওয়ার্ডের অ্যাডভোকেট মোঃ মাসুদ হাছান, ৪নং ওয়ার্ডের মোঃ আবদুল আজিজ, ৫নং ওয়ার্ডের মুনছুর আহমেদ মুন্সী, ৬নং ওয়ার্ডের আবু সায়েদ বা”চু, ৮নং ওয়ার্ডের মোঃ দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ডের গোলাম রাব্বানী, সংরক্ষিত নারী কাউন্সিলর নাসিমা আক্তার, নাসিমা সুলতানাসহ ইউপি চেয়ারম্যান, ব্যবসায়ী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মুনাজাত পরিচালনা করেন, গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ.ন.ম তাজুল ইসলাম, মিলাদ পরিচালনা করেন, মাওঃ জাকির হোসেন ও মাওঃ রবিউল হোসেন হেলালি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com