কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ব্রীজের পানি চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মানের গুরুতর অভিযোগ উঠেছে। ইসলামাবাদ ইউনিয়নের মধ্যম গজালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। সরেজমিনে দেখা যায়,ইসলামাবাদ ইউনিয়নের মধ্যম গজালিয়া এলাকার চরপাড়া সড়কের বড় ব্রীজ দিয়ে বর্ষা মৌসুমে এলাকার বৃষ্টির পানি ও পাহাডি ঢলের পানিসহ যাবতীয় পানি যাতায়াত করে থাকে। এ ব্রীজে দিয়ে পানি নিষ্কাশনের ফলে এলাকাবাসী বন্যা কবলিত হওয়ার হাত থেকে রক্ষা পায়। অন্যদিকে কৃষি নির্ভরশীল এ এলাকার লোকজনে ধান চাষ ও ক্ষেত খামার করে আসছে নির্বিঘ্নে। সম্প্রতি এলাকার মৃত আবুল খায়েরের ছেলে রশিদ আহমদ উক্ত সড়কের পানি চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মানের কাজ শুরু করে। এতে এলাকার লোকজন বাঁধা দিতে গিয়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে। এ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে বর্নিত এলাকায়। এ ব্যপারে অভিযোগ ওঠা রশিদ আহমদের সাথে কথা হলে জায়গা পাবে বলে দাবী করেন এবং পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা করবেন বলে জানান। স্থানীয় মেম্বার সিরাজুল ইসলামের সাথে কথা হলে চেয়ারম্যান ঘটনা স্থল পরিদর্শন করেন বলে জানান। চেয়ারম্যান নুর ছিদ্দিক জানান, আমি ঘটনাস্থলে গিয়ে দেওয়াল নির্মান না করার জন্য বলে আসছি। এলাকাবাসী দেওয়াল নির্মান বন্ধ করতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।