শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন

দেশে নতুন করে করোনায় সংক্রমিত ৩৪১ , মৃত ১০

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৪১ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত হয়েছেন। এক দিনে এটাই সর্বোচ্চ শনাক্ত। দেশে এই প্রথম এক দিনে শনাক্তের সংখ্যা ৩০০ ছাড়াল।

এদিকে মৃতের সংখ্যাও বেড়েছে। একদিনে মারা গেলেন ১০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৭২। আর মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০ ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

ডা.নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩৫ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১৯টি। করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তকরণের পরীক্ষা বেড়েছে। এর সঙ্গে বেড়েছে আক্রান্ত রোগীর সংখ্যাও। গত দিনের চেয়ে ৪ শতাংশ বেশি নমুনা সংগ্রহ করা হয়েছে আজ এবং মোট পরীক্ষার হার বেড়েছে ১৬ শতাংশ।

তিনি জানান, মারা যাওয়া ১০ জনের মধ্যে সাতজন পুরুষ, নারী তিনজন। এদের মধ্যে ৭০ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ এর মধ্যে একজন। ছয়জন ঢাকার, চারজন ঢাকার বাইরের।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৩৫ জনকে। মোট আইসোলেশনে আছেন ৪৬১ জন। আইসিইউ প্রস্তুত আছে ১৯২টি।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com