রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ন

রফিক স্মৃতি পরিষদের আনুষ্ঠানিক যাত্রা

জবি প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যক্তিবর্গদের সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ভাষাশহীদ রফিক স্মৃতি পরিষদ।
গতকাল রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান ও প্রক্টর ড. মোস্তফা কামালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন স্মৃতি পরিষদের আহ্বায়ক কমিটি।
এসময় ভাষাশহীদ রফিক স্মৃতি পরিষদের আহবায়ক রকি আহমেদ, যুগ্ম আহ্বায়ক কে. এম নাবিউল হাসান, সদস্য সচিব জাকির হোসেন রানুসহ ইমরান হুসাইন, শাহাদাত হোসের অনু, পারভেজ হাসান, আরোবী লাবনী সদস্যরা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ভাষাশহীদ রফিক তৎকালীন জগন্নাথ কলেজের ছাত্র ছিলেন। সবার মাঝে ভাষা শহীদ রফিক ও ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দাও। তোমাদের প্রতি শুভ কামনা রইলো।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ সৌজন্য সাক্ষাতে বলেন, ভাষাশহীদ রফিককে নিয়ে এমন উদ্যোগ অনেক আগেই নেয়ার দরকার ছিল। তোমাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com