জেলার দুর্গাপুরে ইনসাফ মানবকল্যান ফাউন্ডেশন পরিচালিত মাদ্রাসাতুল ইনসাফ এতিমখানা পক্ষ থেকে ফারংপাড়া গ্রামের হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান সম্প্রদায়ের ১শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকেলে এতিম খানার মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের কারনে অত্র এলাকার নিম্ন আয়ের মানুষ গুলোর কোন কাজ না থাকায় তারা গৃহবন্ধি হয়ে যায়। এ সকল অসহায় মানুষদের কষ্ট লাঘবের জন্য ৮টি গ্রামের হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান সমন্বয়ে ১০০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে ইনসাফ মানবকল্যান ফাউন্ডেশন, এতিমখানার পরিচালক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ই-খ/খবরপত্র