কৃষক বাঁচাও দেশ বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির চলতি অর্থ বছরের আমন মৌসুমের সরবরাহকৃত বীজ ধানের মূল্য বৃদ্ধির দাবিতে এবং বর্তমান বাজার তুলনায় কমমূল্য নির্ধারণ করায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন প্রান্তিক চাষিরা। রোববার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে টাঙ্গাইলের মধুপুর বিএডিসি বীজ উৎপাদনকারী চুক্তিবদ্ধ আদর্শচাষী সংগঠন উপজেলা শাখার আয়োজনে মধুপুর বাসস্ট্যান্ড আনারস চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চুক্তিবদ্ধ আদর্শচাষী সংগঠনের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চুক্তিবদ্ধ আদর্শচাষী সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদস্য মোহাম্মদ আলী ও সদস্য ফজলুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু হানিফা, আরফান আলী, আলম, শহিদ, আজিজ, মতিয়ার, শাহজাহান প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কৃষকদের হাতে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষিই সমৃদ্ধি, প্রকৃত স্বাধীনতা তখনই বাস্তবায়ন হবে যখন কৃষক মজুরের দুঃখ লাগব হবে এসব বিভিন্ন শ্লোগানের ফেষ্টুন ও ব্যানার পরিলক্ষিত হয়। এসময় বক্তারা বলেন, সমগ্র বাংলাদেশের বিএডিসির চাষীরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। বীজের জন্য ধান সংগহে তাদের প্রতি কেজিতে খরচ হয় ৪০ থেকে ৪৫ টাকা কিন্তু সরকার নির্ধারিত মুল্য ধরা হয়েছে ৩৮ টাকা এর ফলে প্রান্তিক কৃষকদের ক্ষতি হচ্ছে ৬ থেকে ৭ টাকা। চুক্তিবদ্ধ প্রান্তিক চাষিরা সরকারের কাছে মূল্য বৃদ্ধি করে বীজের মূল্য প্রতি কেজিতে ৪৮ থেকে ৫০ টাকা করার জোর দাবি জানান।