সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

চকরিয়ায় স্বাধীনতা মঞ্চ ও বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার’ উদ্ভোধন করে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে হানিফ

মনির আহমদ কক্সবাজার :
  • আপডেট সময় সোমবার, ১ মার্চ, ২০২১

চকরিয়া জমকালো আয়োজনের মধ্যদিয়ে উদ্ভোধন হলো স্বাধীনতা মঞ্চ ও বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার’। এই প্রথমবারের মত চকরিয়ায স্থায়ী কোন মঞ্চ নির্মাণ করা হলো চকরিয়া কলেজ মাঠে। রবিবার ২৮ ফেব্রুয়ারী বিকাল ৫টায় চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জনাকীর্ণ সমাবেশের উপস্থিতিতে মঞ্চটির আনুষ্টানিক উদ্ভোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব-উল আলম হানিফ এমপি। স্বাধীনতা মঞ্চ ও বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার’ এর আয়োজক চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলমের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কউক চেয়ারম্যান কর্নেল ফোরকান, কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল আলম, মহেশখালী-কুতুবদিয়ার এমপি আশেক উল্লাহ রফিক, কক্সবাজার- রামুর এমপি সাইমুম সরওয়ার কমল এমপি, কানিজ ফাতেমা মোস্তাক এমপি, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মেয়র মুজিবুর রহমান মুজিব, সালাউদ্দিন আহমদ সিআইপি চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী, জাহেদুল ইসলাম লিটু ছাড়াও জেলা, উপজেলা, পৌরসভা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষন নিষিদ্ধ করেছিলেন। কিন্তু সেই ৭মার্চের ভাষন আজ জাতিসংঘের ঐতিহাসিক স্বীকৃতি পেয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। এটি এদেশের জন্য বিরাট একটি অর্জন। তিনি বলেন, ৭মার্চের ভাষন বিএনপি মানুক আর না মানুক কিছু যায় আসে না। জিয়াউর রহমানের দল বিএনপি ইতিহাস বিকৃতি করছে। জনতার উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতার সঠিক ইতিহাস জনগনের কাছে তুলে ধরতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুই ১৯৭১ সালের ২৫ মার্চ রাত সাড়ে ১২ টায় ওয়ার্লেসে ভারত থেকে স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। যার প্রেক্ষিতে ২৬ মার্চ পাকিস্থান থেকে ইয়াহিয়া খান প্রেসিডেন্ট দাবী করার অভিযোগ করে বঙ্গবন্ধুকে চরম শাস্তি দিতে হবে বলেছিলেন। এবং এরই প্রেক্ষিতে পরের দিন নিউইয়র্ক টাইম্ স পত্রিকায় বঙ্গবন্ধুকে বাংলাদেশের প্রেসিডেন্ট বলে সংবাদ প্রকাশ করেছিল। এর পরদিন ২৬ মার্চ ১২ টায় চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম আওয়ামীলীগের তৎকালীন সাধারন সম্পাদক এমএ হান্নান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষনা পাঠ করেন। প্রধান অতিথি বলেন, কক্সবাজারের লবন চাষীর স্বার্থে বিদেশ থেকে লবন আমদানী বন্ধ করে দেয়া হয়েছে। লবনের ন্যায্য মুল্য পেতে শিল্পমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুপারিশ করা হবে বলে আশ্বাস দিয়ে জনগনের অনুষ্টানে উপস্থিত হয়েই মোঃ মাহাবুব-উল আলম হানিফ চকরিয়া কলেজ মাঠে নবনির্মিত স্বাধীনতা মঞ্চ ও “বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার’ উদ্ভোধন করেন। সোমবার তিনি মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com