শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন

সামরিক অভ্যুত্থান মানবতার বিরুদ্ধে অপরাধ : এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

সামরিক অভ্যুত্থানকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। রোববার দেশটিতে ‘পোস্ট মর্ডান’ অভ্যুত্থান হিসেবে পরিচিত ১৯৯৭ সালে তুরস্কের সামরিক অভ্যুত্থানের ২৪তম বার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেন তিনি। ১৯৯৭ সালের ২৮ ফেব্রুয়ারি তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন এরবাকানের নেতৃত্বের ওয়েলফেয়ার পার্টির সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। রজব তাইয়েব এরদোগান সেই সময় ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে নির্বাচিত হয়ে ইস্তাম্বুলের মেয়র হিসেবে দায়িত্বরত ছিলেন। অভ্যুত্থানের পর ওয়েলফেয়ার পার্টিকে নিষিদ্ধ করা হয় এবং এরদোগানকে জেলে যেতে হয়। গত রোববার টুইটারে প্রকাশিত ভিডিও বার্তায় এরদোগান বলেন, ‘সব বাধা সত্ত্বেও আমি গর্ব ও সম্মানের সাথে জনগণের ভোটে নির্বাচিত মর্যাদাবান তুর্কি জাতির প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি।’ তিনি বলেন, ‘সামরিক অভ্যুত্থান মানবতার বিরুদ্ধে অপরাধ। ২৮ ফেব্রুয়ারি আমি তার অভিজ্ঞতা পেয়েছি এবং এই বিষয়ে সচেতনতা আমার রয়েছে।’ সূত্র : ইয়েনি শাফাক




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com