বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

যেখানে বিরাট কোহলিই ‘প্রথম’

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

ক্রিকেট মাঠে বিরাট কোহলির হরহামেশা সেঞ্চুরি করা নতুন কিছু নয়। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন এক সেঞ্চুরির স্বাদ পেলেন ভারতীয় অধিনায়ক। যার দেখা আগে পায়নি কোনও ক্রিকেটার! ইন্সটাগ্রামে প্রথম ক্রিকেটার হিসেবে তার পূরণ হয়েছে ‘১০০’ মিলিয়ন বা ১০ কোটি ফলোয়ার। শুধু ক্রিকেটার হিসেবেই নয়, এশিয়া প্যাসিফিক অঞ্চলে তিনিই প্রথম ক্রীড়া ব্যক্তিত্ব যার ফলোয়ার সংখ্যা এত। টুইট করে এমন তথ্য জানিয়েছে আইসিসি।

ক্রীড়া ব্যক্তিত্বদের তালিকায় ইন্সটাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার ক্রিস্তিয়ানো রোনালদোর। পর্তুগিজ যুবরাজের অনুসারী ২৬৫ মিলিয়ন। তার পরেই স্থান বার্সেলোনা তারকা লিওনেল মেসি ও নেইমারের। দুজনের অনুসারী যথাক্রমে ১৮৬ মিলিয়ন ও ১৪৭ মিলিয়ন। সে হিসেবে ইন্সটাগ্রামে চতুর্থ ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে জনপ্রিয় বিরাট কোহলি। পাশাপাশি গত দুই বছর ধরে ভারতেও সবচেয়ে বেশি অনুসরণকৃত ক্রীড়াব্যক্তিত্ব তিনি। ১০০ মিলিয়ন ক্লাবে রয়েছেন হলিউড অভিনেতা ও রেসলিংয়ের ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন ও মার্কিন সংগীতশিল্পী বিয়ন্স।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com