বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

দৌলতদিয়ায় ফেরি স্বল্পতায় ভয়াবহ দুর্ভোগ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি স্বল্পতায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। প্রতিদিনই মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট লেগেই থাকছে। এতে ভোগান্তির যেন অন্ত নেই এ রুটের যাত্রী ও চালকদের। আগে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ১৮টি ফেরি চলাচল করতো। বর্তমানে সেখানে ১১টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি স্বল্পতায় এ রুটে গত কয়েকদিন ধরেই যানজট লেগে আছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া উভয় ফেরিঘাট ও গোয়ালন্দ মোড় এলাকার মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক যানজটে আটকে থাকতে দেখা গেছে। এতে চালকেরা পড়ছেন নানা ধরণের সমস্যায়।
অন্যদিকে আরিচা ও কাজিরহাট নৌরুটে নতুন করে ফেরি চলাচল শুরু হওয়ায় দৌলতদিয়া-পাটিুরয়া নৌ রুটের কয়েকটি ফেরি সেখানে স্থানান্তর করা হয়েছে। এছাড়া ২টি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। এদিকে ফেরি সঙ্কট দেখা দেয়ায় এ রুটে ট্রিপ সংখ্যাও কমে গেছে।

বি আইডব্লিউটিসি’র সহকারী ঘাট ব্যাস্থাপক মো. খোরশেদ আলম বলেন, আরিচা–কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হওয়ায় সেখানে দৌলতদিয়া পাটুরিয়া-নৌরুটের দুটি ফেরি স্থানান্তর করা হয়েছে। যে কারণে দৌলতদিয়ায় ফেরি সঙ্কট রয়েছে। আর এ কারণে প্রতিদিনই যানজট লেগে থাকছে। তিনি বলেন, যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। পণ্যবাহী ট্রাকগুলো সিরিয়ালে পারাপার করার কারণে তাদের যানজটে থাকতে হচ্ছে। আজ এ নৌরুটে ১১টি ছোট বড় ফেরি চলাচল করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com