শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
বিশ্বমানের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি রাসূল (সা.)-এর সীরাত থেকে শিক্ষা নিয়ে দৃঢ় শপথবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে—ড. রেজাউল করিম চৌদ্দগ্রামে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ১৫ চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী রাজনীতিবিদেরা অর্থনীতিবিদদের হুকুমের আজ্ঞাবহ হিসেবে দেখতে চান: ফরাসউদ্দিন নতজানু বলেই জনগণের স্বার্থে যে স্ট্যান্ড নেয়া দরকার সেটিতে ব্যর্থ হয়েছে সরকার মালয়েশিয়ার হুমকি : হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক হামাসের অভিযানে ১২ ইসরাইলি সেনা নিহত আটকে গেলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় গাজানীতির প্রতিবাদে বাইডেন প্রশাসনের ইহুদি কর্মকর্তার লিলির পদত্যাগ

সীতাকুণ্ড প্রেস ক্লাবের ফ্যামিলি ডে: মিলন মেলা

এম কে মনির, সীতাকুণ্ড:
  • আপডেট সময় শনিবার, ৬ মার্চ, ২০২১

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন সীতাকুণ্ড প্রেস ক্লাবের ‘ ফ্যামিলি ডে’ অনুষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে। ৩ মার্চ বুধবার সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য মিলনমেলায় সাংবাদিকদের সাথে একে একে মিলিত হয়েছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিক, ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তাসহ সকল শ্রেণি পেশার মানুষ। তবে এবার নিজ উপজেলাতে আয়োজন করায় দিনভর আলোচনায় ছিলো এই ফ্যামিলি ডে অনুষ্ঠান। বেলা এগারোটায় সাংবাদিক সহধর্মিণীদের নিয়ে চেয়ার-বালিশ খেলার মাধ্যমে ফ্যামিলি ডে’র মূল আয়োজন শুরু হয়। এরপর শুভেচ্ছা বিনিময়, অতিথি সম্মাননা, সাংবাদিকতা পদক প্রদান, পিঠা উৎসব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত আন্ত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ, মধ্যাহ্ন ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রয়ের মতো আকর্ষণীয় সব আয়োজনে সাজানো ছিল এ ফ্যামিলি ডে’। এতে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর নেতৃত্বে ও লিটন কুমার চৌধুরীর পরিচালনায় জনপ্রতিনিধি ও রাজনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব দিদারুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুরাইয়া বাকের।

সরকারি কর্মকর্তাদের মাঝে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সার্কেলের এসপি আশরাফুল করিম, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, সীতাকু- মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, সমাজসেবা অফিসার লুৎফুন নেছা বেগম, যুব উন্নয়ন অফিসার শাহ আলম। সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার সাংবাদিক আবুল হাসনাত, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত, সেকান্দর হোসাইন, ফোরকান আবু, আ ফ ম বোরহান, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সহ সভাপতি জহিরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক নাছির উদ্দীন অনিক, সাংগঠনিক সম্পাদক আব্দুলাহ আল ফারুক, অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল মাহমুদ, দপ্তর ও সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের, সদস্য কাইয়ুম চৌধুরী, জাহাঙ্গীর আলম বিএসসি, খায়রুল ইসলাম, নজরুল ইসলাম, কৃষ্ণ চন্দ্র দাশ, তালুকদার নির্দেশ বড়ুয়া, জাহাঙ্গীর আলম, হাকিম মোল্লা, জাহেদুল আনোয়ার চৌধুরী, মীর দিদার হোসেন টুটুল, দেলোয়ার হোসাইন খান, বিপুল দেব রায়,কামরুল ইসলাম দুলু, সাইদুল হক, নন্দন রায়, মীর মামুন, সাইফুল ইসলাম রুবেল, সঞ্জয় চৌধুরী, অশোক দাশ, এড. নাছির উদ্দীন, এস এম ইকবাল হোসেন, বাবুল হোসেন বাবলা, ইকবাল হোসেন রুবেল, দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি রায়হান উজ জামান চৌধুরী নাহিদ, দৈনিক খবরপত্র প্রতিনিধি এম কে মনির। ফ্যামিলি ডে’তে ইউপি চেয়ারম্যানদের মাঝে উপস্থিত ছিলেন এইচ এম তাজুল ইসলাম নিজামী, জাহেদ হোসেন নিজামী, ছাদাকাত উল্লাহ মিয়াজী, শওকত আলী জাহাঙ্গীর, নাজিম উদ্দীন। কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন বদিউল আলম জসিম, শফিউল আলম চৌধুরী মুরাদ, ফজলে এলাহী পায়েল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা সাঈদ মিয়া, মেসবাহ উদ্দিন চৌধুরী, মো. আলাউদ্দিন, বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী, ছাত্রলীগ নেতা রেহান উদ্দিন রেহান।
ফ্যামিলি ডে অনুষ্ঠানে উন্নয়নশীল প্রতিবেদনের জন্য সাংবাদিক লিটন কুমার চৌধুরী, সৃজনশীল প্রতিবেদনের জন্য সৌমিত্র চক্রবর্তী ও পরিবেশ বিষয়ক প্রতিবেদনের জন্য সাংবাদিক কৃষ্ণ চন্দ্র দাশ এবং সাংবাদিক সেকান্দর হোসাইন ইপসা-সীতাকুণ্ড প্রেস ক্লাব সাংবাদিকতা পদকে ভূষিত হন। ভূষিত সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক, প্রাইজবন্ড ও ক্রেষ্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। পরে হরেক রকম গ্রামীণ পিঠায় সমৃদ্ধ পিঠা উৎসবে সামিল হন আমন্ত্রিত অতিথিবৃন্দ। ফ্যামিলি ডে’র শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে কণ্ঠ শিল্পীদের গানে গানে মেতে ওঠে সাংবাদিক পরিবারের সদস্যরা। চমকপ্রদ র‌্যাফেল ড্র পর্বটিও ছিলো আনন্দদায়ক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com