আন্তর্জাতিক নারী দিবসে দুগ্ধপোষ্য একটি কন্যা শিশু সহ একজন নারীর নিরাপত্তা নিশ্চিত করলেন কুড়িগ্রাম থানা পুলিশ। ৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় একজন নারী দুগ্ধপোষ্য শিশু সহ আকস্মিক থানায় এসে স্বামীর নিকট নিরাপত্তাহীনতা বোধ করার অভিযোগ জানান। তখন অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার বিষয়টি তাৎক্ষণিক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের জন্য এসআই প্রলয় কুমার বর্মা ও এএসআই আসাদুজ্জামান মিয়াকে নির্দেশ প্রদান করেন। এসআই প্রলয় বর্মা নারী ও তার স্বামী উভয়ের পরিবারের লোকজনদের সাথেও কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করেন।বর্ণিত নারীটির নিরাপত্তা তার স্বামীর কাছে নিশ্চিত নয় এরূপ আশঙ্কা থেকে তিনি তার বাবার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু রাত্রি গভীর হওয়ার কারণে সুনামগঞ্জ গামী কোনো যানবাহন না পাওয়ায় নারীর নিরাপত্তা বিবেচনা করে পুলিশ সুপার, কুড়িগ্রাম সৈয়দা জান্নাত আরা এর নির্দেশনায় আপাতত তাকে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুড়িগ্রামের নিকট হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে কুড়িগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। বর্ণিত নারীটি কুড়িগ্রাম থানা পুলিশের আন্তরিক সহায়তায় সন্তুষ্ট হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।