বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

সোনাইমুড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৪ মার্চ, ২০২১

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের দায়িত্ব গ্রহণ এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় নবনির্বাচিত মেয়র ভিপি নুরুল হক চৌধুরী পৌরসভায় আসেন। পৌরসভা কার্যালয়ে তাকে লাল গালিচা শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। সোনাইমুড়ী পৌরসভার উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, সাধারণ স¤পাদক আফম বাবুল বাবু, যুবলীগের আহবায়ক খলিলুর রহমান, পৌর সচিব মোস্তাক আহমেদ তালুকদার, প্রকৌশলী পীযুষ কান্তি, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন সুজন, উপজেলা আওয়ামীলীগের সদস্য শামছুল হকসহ পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ কর্মী ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরগণ। নব নির্বাচিত মেয়র ভিপি নুরুল হক চৌধুরী বলেন, নির্বাচনকালীন প্রতিশ্রুতি ও শপথ অনুযায়ী আমি কাজ করে যাব। দায়িত্ব পালন করতে পেরেছি কিনা জনগণ ৫ বছর এর মধ্যে তা দেখতে পারবে। তখনই আমার মনে শান্তি আসবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com