লালমনিরহাটের পাটগ্রাম থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে রোববার রাতভর অভিযান চালিয়ে তিনটি মোটর সাইকেল সহ আন্তঃজেলা চোরচক্র ও ক্রয় বিক্রয়কারীর পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে। পুলিশ জানায় জেলা পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার বি সার্কেলের তত্বাবধানে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা সুমন কুমার মহন্তর নেতৃত্বে এসআই শামসুল হক এসআই আব্দুস সালাম এসআই মিন্টু চন্দ্র রায় এসআই জাহাঙ্গীর আলম এসআই ওয়াদুদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কালিগঞ্জ উপজেলার কাকিনা ও রংপুর শহর থেকে চুরি হওয়া তিনটি হোন্ডা মোটর সাইকেল সহ ওই পাঁচ সদস্যকে গেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।