বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে শিশু সমাবেশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় বুধবার, ১৭ মার্চ, ২০২১

বাংলার রাখাল রাজা বাঙ্গালী মুক্তি সংগ্রামে এবং দেশকে পরাধীন থেকে স্বাধীন বাংলাদেশের স্থাপতি বঙ্গবন্ধুর জন্ম শতবাষির্কী ১৭ মার্চ ২১ জাতীয় শিশু দিবস উপলক্ষে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে শিশু সমাবেশ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা চকলেট বিতরণ অনুষ্ঠিত হয়। গলাচিপার উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার ও শিশু বান্ধব আশিষ কুমার এর সভাপতিত্বে শিশুদের বিনোদন এবং প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ও শিশু সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার শিশুদের আনন্দ প্রদান করেন। পরে তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের শিশু ছবি ঘরের আয়োজনে শিশুদের সাথে সময় প্রদান এবং উৎসাহ প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তাফা, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল করিম, সহকারী শিক্ষ অফিসার মো. মিজানুর রহমান। দ্বীপ শিখা জয়ন্তী সহ সংশ্লিষ্ট সদস্য বৃন্দ ও তুরস্ক ফেন্ডশীপ স্কুলের উপধ্যাক্ষ মো. সাইফুল ইসলাম এবং শিশু ছবি ঘরের প্রতিষ্ঠাতা পরিচালক প্রেস ক্লাব সভাপতি মু. খলিল মিলটন। উল্লেখ্য যে শিশু ছবি ঘরের ব্যবস্থাপনায় শিশুদের মানসিক বিকাশে বিভিন্ন ছবি ও বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com