শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন

মোদির জন্য সাজছে শ্যামনগর যশোরেশ্বরী কালীমন্দির

রবিউল ইসলাম সাতক্ষীরা :
  • আপডেট সময় বুধবার, ১৭ মার্চ, ২০২১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের খবরে সাতক্ষীরার শ্যামনগরে মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১০ সহস্রাধিক মতুয়া সম্প্রদায়ের মধ্যে বইছে আনন্দের বন্যা। জানা গেছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসবেন। এ সফরসূচির অংশ হিসেবে মোদির আগামী ২৭ মার্চ দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করার কথা রয়েছে। এমন খবরে অন্যান্য মহলের মতো শ্যামনগরে বসবাসকারী মতুয়া সম্প্রদায়ের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। তারা মোদিকে স্বাগত জানানোর প্রস্তুতিও নিচ্ছেন। সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী ২৭ মার্চ শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে আসবেন। সেখানে তিনটি হেলিপ্যাড প্রস্তুত করা হচ্ছে। মন্দির সংস্কারের কাজ চলছে পুরোদমে। পাশাপাশি ভারত ও বাংলাদেশের পৃথক নিরাপত্তা টিম ঘটনাস্থল সফর করেছে। তারা মোদির নিরাপত্তার ব্যাপারে সব ধরনের ব্যবস্থা করবে বলে জানা গেছে। সাতক্ষীরা থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে যাবেন মোদি, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানাবেন। এরপর সেখান থেকে ভারতের প্রধানমন্ত্রী গোপালগঞ্জের ওড়াকান্দিতে যাবেন। সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে মতুয়া সম্প্রদায়ের ২০ হাজারেরও বেশি মানুষ রয়েছেন। তাদের মধ্যে কেবলমাত্র শ্যামনগর উপজেলায় রয়েছেন ১০ হাজারেরও বেশি। আগামী ২৭ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদির এ মন্দির সফর যথেষ্ট ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করছেন বিভিন্ন মহল। ভারত-বাংলাদেশ মিলিয়ে মতুয়া সম্প্রদায়ের অনুসারীর সংখ্যা ৫ কোটির বেশি। এর মধ্যে প্রায় ৩ কোটির বসবাস পশ্চিমবঙ্গে। বাংলাদেশসহ ভারতের গণমাধ্যম লিখেছে, ‘প্রধানমন্ত্রী সেখানে গিয়ে হরিচাঁদ-গুরুচাঁদকে প্রণাম করে এলে পশ্চিমবঙ্গের মতুয়া-ভোট টানা বিজেপির পক্ষে সহজ হবে বলে মনে করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।’ যশোরেশ্বরী কালীমন্দিরের পুরোহিত দিলীপ মুখার্জী একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ। তিনি জানান, এ মন্দিরে প্রতি বছর শ্যামা কালীপূজা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতি শনি ও মঙ্গলবার এ মন্দিরে পূজা অর্চনা হয়ে থাকে। পূজা অর্চনায় শত শত ভক্তের সমাগম ঘটে বলে জানান তিনি। সাতক্ষীরা জেলা মতুয়া সম্প্রদায়ের সভাপতি সভাপতি কৃষ্ণান্দ মুখার্জী জানান, নরেন্দ্রমোদির আগমন উপলক্ষে মতুয়া সম্প্রদায়ের মধ্যে আনন্দের বন্যা বইছে। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাতক্ষীরার শ্যামনগরে আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঈশ্বরীপুরে যশোরেশ্বরী মন্দির সংসকার কাজ চলছে। তার নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে সেখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। প্রায় এক ঘণ্টা শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী অবস্থান করবেন বলে আমরা জানতে পেরেছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com