বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

রায়পুরে মহিলা মাদ্রসার ভিত্তিপ্রস্থর স্থাপন

মোস্তফা কামাল রায়পুর (লক্ষ্মীপুর) :
  • আপডেট সময় বুধবার, ১৭ মার্চ, ২০২১

লক্ষ্মীপুরের রায়পুরে হায়দরগঞ্জ উপ-শহরে আল-ফারাদী মহিলা মাদ্রাসার ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। বুধবার সকালে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব, আওলাদে রাসুল আলহাজ¦ হযরত মাওলানা সাইয়্যেদ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী প্রধান অতিথি হিসেবে মাদ্রাসার ভিত্তি প্রস্থর স্থাপন করেন। আল-ফারাদী ফাউন্ডেশনের চেয়ারম্যান হযরত মাওলানা আমানত উল্যাহ’র সভাপতিত্বে ও হায়দরগঞ্জ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম ফজলুল হকের সঞ্চালনায় ভিত্তি প্রস্থর স্থাপন পূর্বক এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হায়দরগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আবদুল আজিজ মজুমদার, আলহাজ¦ হযরত মাওলানা সাইয়্যেদ মোঃ জাহেদ ইজ্জুদ্দী জাবেরী আল-মাদানী, আল-হাবিব কোম্পানীর ডিরেক্টর এডমিন এবি.এম মহিউদ্দিন আল-ফারাদী ইঞ্জিনিয়ার দলিল উদ্দিন প্রমুখ। পরে প্রধান অতিথি ভিত্তি প্রস্থর উদ্বোধন এবং বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com