মুন্সীগঞ্জের গজারিয়ায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ১০১ তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে র্যালি বের করে উপজেলা প্রধান সড়ক প্রদিক্ষন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরীর। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, মহিলা ভাইস খাদিজা আক্তার আঁখি, গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ইমামপুর ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ খান জিন্নাহ, গজারিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুতালেব ভুইয়াসহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা ও আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী। গজারিয়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কোরআন হাফেজদের মাধ্যমে বিশ্বের অবিসংবাদিত জাতির গর্বিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি বিশেষ দোয়ার-আয়োজন করলেন মুন্সিগঞ্জ জেলা পরিষদ সদস্য ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগ সদস্য, সাবেক ভারপ্রাপ্ত বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান এবং একাধিক বার নির্বাচিত ইউপি সদস্য আলহাজ্ব নাজমুল হোসেন।