বর্তমানে এমন এক সময় চলছে, যখন নিজেকে লুকিয়ে রাখার কোনো উপায় নেই। এ সময়ে আপনি কোথায় যাচ্ছেন, ঘুরছেন, খাচ্ছেন সবই জানে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। এমনকি যখন অ্যাপটি ব্যবহার করছেন না, তখনও পুরোপুরি ‘ট্র্যাক’ করতে পারে! মূলত এসব তথ্য লোকেশন ট্র্যাকিং সিস্টেম থেকে নিয়ে থাকে।
নিরাপত্তার খাতিরে আপনি ফেসবুকের লোকেশন ট্র্যাকিং সিস্টেম বন্ধ রাখতে পারেন। তবে এতে ফেসবুক পোস্টে চেকইন ফিচারটি ব্যবহার করতে পারবেন না। নিচের কয়েকটি ধাপ অনুসরণ করলে ব্যক্তিগত গোপনীয়তা কিছুটা হলেও রক্ষা করা যাবে।
* প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করতে হবে। * তারপর মেনুতে ক্লিক করে ‘Settings & Privacy ’-তে ক্লিক করতে হবে। * এরপর ‘Settings’-এ গিয়ে ‘Location’-এ ক্লিক করতে হবে। * নতুন পেজ চালু হলে ‘Location Access ’ অপশনটি দেখা যাবে। * এর পাশে থাকা অ্যারোতে ক্লিক করে ‘Location Services’-এ ট্যাপ করতে হবে। * আরেকটি পেজ চালু হলে ‘Permissions ’ অপশনে ক্লিক করতে হবে।
* সবশেষে ‘Location’-এর পাশে থাকা টগল বাটনটি অফ করে দিতে হবে। এতে আর ফেসবুক কোনো লোকেশনের তথ্য নেবে না।