শরীয়তপুর জজকোর্টের পিপি এড.হাবিবুর রহমান ও তার ছোট ভাই যুবলীগ নেতা মনির হোসেন হত্যা মামলার প্রকৃত খুনিদের ফাঁসির রায় না দেয়ায় এড. হাবিবুর রহমানের পরিবারের পক্ষথেকে সোমবার সকাল থেকে শরীয়তপুর শহরে শান্তিপুর্ন ভাবে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। সকাল ৬টা থেকে শহরের গুরুত্বপূর্ন মোড়ে হরতালের সমর্থনে টায়ারে আগুন জ্বালিয়ে হরতালেল সমর্থকরা রাস্তা বেরিকেট দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে রেখেছে। শহর থেকে কোন ভারী যানবাহ বা মালবাহী গাড়ি যাতায়ত করেনি। দু একটি ভ্যান রিকসা ছাড়া সকল প্রকার যানবাহন ছিল বন্ধ। মাছ বাজার কাঁচা বাজার ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। হঠাৎ হরতালের কারনে দুরপাল্লার যাত্রিরা চরম দূর্ভোগে পড়েছে। অনেকে পায়ে হেটে কাধে ব্যাগ নিয়ে গন্তব্যে চলছে। আইন শৃংখলা রক্ষার্থে শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছিল। এখানে উল্লেখ্য যে,২০০১ সালেল ৫ অক্টোবর শরীয়তপুর জজকোর্টের পিপি এড.হাবিবুর রহমান ও তার ছোট ভাই যুবলীগ নেতা মনির হোসেন কে তাদের নিজ বাসায় আওয়ামীলীগের সভা চলাকালে গুলী করে হত্যা করা হয়। দীর্ঘ প্রায় ২০ বছর পরে গত রোববার এ মামলায় রায় ঘোষনা করা হয়। এতে ৬ জন আসামীকে ফাসির আদেশ, ৪ জন যাবজ্জীবন ও ৩ জনকে ২ বছর স্বশ্রম কারাদন্ডাদেশ দেয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ শওকত হোসাইন। এ মামলায় ৪০ জন আসামী নির্দোষ প্রমানিত হওয়ায় বেকসুর খালাস দেয়া হয়েছে। এ রায়ে বাদী পক্ষ সন্তোষ্ট হতে পারেনি। তাদের দাবী যাদের বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ রয়েছে তাদেরকেও ফাসি না দিয়ে অন্যান্য সাজ কারে ও খালাস দেয়া হয়েছে।প্রকৃত খুনিদেরকে ফাসি দেয়া হয়নি বলে প্রকৃত খুনিদের ফাসির দাবীতে শরীয়তপুর শহরে সকাল ৬টা থেকে দুপুর ১২ পর্যন্ত অর্ধবিস হরতালের আহবান করা হয়। বাদীপক্ষ এ মামলায় উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছে। এ ব্যাপারে নিহত এড. হাবিবুর রহমানের ছেলে শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন বলেন, যাদের বিরুদ্ধে খুনের সরাসরি অভিযোগ রয়েছে এবং যারা আমার বাবা ও চাচাকে খুন করেছে তাদেরকে ফাসি দেয়া হয়নি। আমরা এ রায়ে সন্তোষ্ট হতে পারিনি। আমরা উচ্চ আদালতে আপিল করবো।