“মাস্ক পড়ার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে মুখ্য করে করোনার দ্বিতীয়ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশ এর উদ্যোগে গৃহীত কর্মসূচীর আওতায় সীতাকুণ্ড মডেল থানা সচেতনতামূলক ক্যাম্পেইন অব্যাহত রেখেছে। গত শুক্রবার সীতাকুণ্ডে র বিভিন্ন জামে মসজিদে সচেতনতামূলক আলোচনা, লিফলেট বিতরণ, মাস্ক বিতরণ ও হ্যান্ডওয়াশ কর্মসূচী পালন করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। সে ধারাবাহিকতায় ২১ মার্চ রবিবার সোনাছড়ি ইউনিয়ন, বাঁশবাড়ীয়া ইউনিয়ন ও বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদে পৃথক তিনটি আলোচনা সভা ও মাস্ক বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। বাঁশবাড়ীয়ার আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম, সীতাকুণ্ড মডেল থানার ইনচার্জ আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত )সুমন বণিক। অন্যদিকে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদ, উপজেলা সমবায় অফিসার আবদুল শহীদ ভূঁইয়া, ইউনিয়ন পরিষদের সচিব অমরকান্তি শীল, সীতাকু- মডেল থানার এস আই খায়রুজ্জামান, ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন। এদিকে বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের আলোচনা সভায় উপস্থিত ছিলেন বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, সীতাকুণ্ড মডেল থানার এস আই মাহবুব, বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। এদিন সীতাকু- বাজারে সীতাকু- মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক’কে সঙ্গীয় ফোর্সসহ হ্যান্ডমাইক নিয়ে জনসাধারণ কে সচেতন করতে দেখা যায়। আলোচন সভায় বক্তারা বলেন, করোনা ভাইরাস বিদায় নিয়েছে এমনটি ভাবা ভূল হবে। ইতিমধ্যে করোনার ২য় ধাপ শুরু হয়ে গেছে। আমাদের সবাইকে এখনিই সচেতন হতে হবে। রাস্তা ঘাট, হাট বাজারে সামাজিক দুরত্ব বজায় রেখে চলা ফেরা করতে হবে। এসময় বক্তারা সবাইকে মাস্ক পরিধান, হ্যান্ড ওয়াশ ব্যবহার ও জনসমাগম এড়িয়ে চলার আহবান জানান।