জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা কৃষকলীগ কর্তৃক আয়োজিত বিশেষ প্রতিনিধি সভা ও আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় স্থানিয় জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষকলীগের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ মিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক। অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়ান আব্দুল ওয়াদুদ। প্রধান ও বিশেষ বক্তা ছিলেন যথাক্রমে ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আড. প্রদীপ কুমার দাস লক্ষণ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেয়ালমারী পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মৃধা মিলন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা কৃষকলীগের সদস্য মো. কামরুল ইসলাম প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, চন্দনা সম্পাদক কাজী হাসান ফিরোজ, সাংবাদিক কাজী আমিনুল ইসলাম, কামরুল সিকদার, আমীর চারু বাবলু, খান মোস্তাফিজুর রহমান সুমন, এমএম জামান, জাকির হোসেন, রেজাউল করিম, কিশোর মাহমুদ, দীপংকর পোদ্দার অপু, হাসান মাহমুদ মিলু, সাইফুল্লাহ নজীর মামুন, ডা. মোহম্মদ আবুল বাশার, টুটুল বসু প্রমুখ। কৃষক লীগের বিশেষ প্রতিনিধি সভা শেষে আকরামুজ্জামান মৃধা রুকুকে আহ্বায়ক এবং শরীফ শাহীনুর আলমকে যুগ্ন আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।